বিজ্ঞাপন

বাংলা একাডেমির মহাপরিচালকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

May 25, 2021 | 2:02 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবি হাবীবুল্লাহ সিরাজী।

বিজ্ঞাপন

একুশে পদকপ্রাপ্ত এ কবি ও লেখকের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, হাবীবুল্লাহ সিরাজী কবিতা ও কর্মে মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীলতাকে তুলে ধরেছেন যা পাঠকমহলে স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পাকস্থলীর সমস্যার কারণে গত ২৬ এপ্রিল রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন হাবীবুল্লাহ সিরাজী। পরদিন ২৭ এপ্রিল রাত ৮টায় অস্ত্রোপচার করে তার শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়। এরপর থেকেই তিনি আইসিউতে ছিলেন। সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন