বিজ্ঞাপন

স্পুটনিক ভি উৎপাদনের প্রাথমিক অনুমতি পেয়েছে ভারতের সিরাম

June 4, 2021 | 10:41 pm

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি উৎপাদনের প্রাথমিক অনুমতি পেয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউট। দেশটির ড্রাগ রেগুলেটর শুক্রবার (৪ জুন) এ অনুমতি দেয়।

বিজ্ঞাপন

সিরাম ইনস্টিটিউট ভারতের পুনে রাজ্যের কারখানায় এ ভ্যাকসিন উৎপাদন করবে বলে জানা গেছে। তবে এখনই বাণিজ্যিক উৎপাদনের অনুমতি পায়নি সিরাম ইনস্টিউটিউট। প্রাথমিক পর্যায়ের এ অনুমতির আওতায় শুধুমাত্র পরীক্ষার জন্য ভ্যাকসিনটি উৎপাদন করতে পারবে সিরাম। বিক্রির জন্য উৎপাদন করতে হলে পরবর্তী পর্যায়ের অনুমতি লাগবে।

সিরাম ইনস্টিটিউটের এক মুখপাত্র ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘আমরা স্পুটনিক ভি উৎপাদনের জন্য প্রাথমিক অনুমতি পেয়েছি। তবে বিক্রির জন্য প্রকৃত উৎপাদনের অনুমতি পেতে আরও কয়েকমাস সময় লাগবে। এ সময়ে আমাদের পূর্ণ মনোযোগ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ডের উৎপাদনের দিকেই থাকবে’।

উল্লেখ্য, রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি ইতিমধ্যে বিশ্বের অন্তত ৬৫ দেশে ব্যবহারের অনুমোদন পেয়েছে। গত ১ মে এ ভ্যাকসিনটিকে অনুমোদন দেয় ভারত সরকার। ১৪ মে দেশটিতে স্পুটনিক ভির প্রথম চালান পৌঁছায়।

বিজ্ঞাপন

এর আগে রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডি.বি. ভেঙ্কটেশ বলেছিলেন, চলতি বছরের আগস্ট থেকে স্পুটনিক ভি ভারতে উৎপাদন হবে। বিশ্বে উৎপাদিত স্পুটনিক ভ্যাকসিনের ৬৫ থেকে ৭০ শতাংশই যোগান দেবে ভারতের ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠান।

উল্লেখ্য, বিশ্বে ভ্যাকসিন উৎপাদন সক্ষমতার দিক থেকে ভারত শীর্ষস্থানীয়। সিরাম ইনস্টিউট বিশ্বের অন্যতম বৃহত্তম ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠান। ভারতে এ ভ্যাকসিনের ব্যাপক উৎপাদন শুরু হলে বিশ্বে ভ্যাকসিনের জোগান বাড়বে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন