বিজ্ঞাপন

ইরাকে শরণার্থী শিবিরে তুরস্কের হামলায় নিহত ৩

June 6, 2021 | 3:06 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকে এক শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালিয়েছে তুরস্ক। এতে তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। প্যাট্রিওটিক ইউনিয়ন অব কুর্দিস্তান পার্টির কর্মকর্তারা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন। বার্তাসংস্থা রয়টার্স ও এএফপির খবর।

বিজ্ঞাপন

ইরাকে কুর্দি এমপি রাশাদ গালালি এএফপিকে জানান, জাতিসংঘ সহায়তা দিয়ে থাকে এমন একটি শরণার্থী শিবিরের স্কুল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তুরস্ক। এই শরণার্থী শিবিরটি নব্বইয়ের দশক তুরস্কে থেকে আসা কুর্দি শরণার্থীরা স্থাপন করেছিল।

জাতিসংঘের সহায়তা দিয়ে থাকে এমন শরণার্থী শিবিরে হামলায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান ইরাকের উত্তরাঞ্চলের এই শরণার্থী শিবিরটি উচ্ছেদ করার ঘোষণা দিয়েছিলেন। এ শরণার্থী শিবিরকে তিনি কুর্দি মিলিশিয়াদের জন্য স্বর্গ বলে আখ্যায়িত করেছিলেন।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার এরদোগান বলেছিলেন, ‘উত্তর ইরাকে তুরস্ক সীমান্ত থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে মাখমুর নামক এলাকায় দুই দশক ধরে হাজার হাজার তুরস্কর শরণার্থী আশ্রয় নিয়েছে। এই শরণার্থী শিবিরটি জঙ্গিদের প্রজনন কেন্দ্র। আমরা অবশ্যই এর মোকাবিলা করব’। এরদোগানের এমন বক্তব্যের তিন দিনের মাথায় ওই শরণার্থী শিবিরে হামলা চালালো আঙ্কারা।

গত বছর থেকেই উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বিভিন্ন ক্যাম্পে অভিযান বাড়িয়েছে আঙ্কারা। কুর্দি মিলিশিয়া ঘাঁটি ধ্বংস করার লক্ষ্যে প্রায়ই ইরাকের সীমান্ত ভেদ করে দেশটির অভ্যন্তরে হামলা পরিচালনা করছে তুরস্ক।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহততাহলে ব্যাংকে কি মাস্তান-মাফিয়ারা ঢুকবে?— কাদেরকে রিজভীর প্রশ্নরাখাইনে রোহিঙ্গাদের গ্রহনযোগ্যতা ও আরাকান আর্মিব্যাটারিচালিত যানবাহন বন্ধের ঘোষণায় সিপিবি’র ক্ষোভভিয়েতনাম মুক্তিসংগ্রামের অবিসংবাদিত কিংবদন্তি হো চি মিনমেট্রোরেলে ভ্যাট যাত্রীর ওপর চাপবে, পুনর্বিবেচনার অনুরোধ‘বৈষম্যমূলক’ পেনশন ব্যবস্থা প্রত্যাহারের দাবি বুয়েট শিক্ষকদের‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধবিজয়ীদের ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার’ দিলেন প্রধানমন্ত্রী সব খবর...
বিজ্ঞাপন