বিজ্ঞাপন

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁর গালে চড়, আটক ২

June 8, 2021 | 7:41 pm

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর গালে আঘাত করেছেন এক ব্যক্তি। মঙ্গলবার (৮ জুন) ফ্রান্সের দক্ষিণপূর্ব অঞ্চলে এক সরকারি সফরে গিয়ে এ ঘটনার শিকার হলেন ফরাসি প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট ম্যাখোঁ ভ্যালেন্স শহরে সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করছিলেন। এ সময় এক ব্যক্তি তার গালে চড় কষেন। ফ্রান্স২৪ এর খবরে বলা হয়, এক ব্যক্তি ফরাসি ভাষায় চিৎকার করে কথিত ম্যাঁখোবাদের নিন্দা করেন এসময়। এছাড়া ফ্রান্সের রাজতন্ত্রের আমলের সামরিক এক রণ স্লোগানও শোনা যায়।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মকর্তারা তাৎক্ষনিক দুই ব্যক্তিকে আটক করেছেন। ফ্রান্সের রাজনীতিবিদরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

ফ্রান্সের প্রধানমন্ত্রী জেন ক্যাস্টেক্স সে সময় দেশটির পার্লামেন্টে অবস্থান করছিলেন। ঘটনার কিছুক্ষণ পর পার্লামেন্টে তিনি এ ঘটনাকে গণতন্ত্রের প্রতি হুমকি হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গণতন্ত্রের অর্থ হলো বিতর্ক ও বৈধ উপায়ে মতভিন্নতা। কিন্তু গণতন্ত্রের অর্থ কখনই কোনো মৌখিক আগ্রাসন বা সাম্যতম শারীরিক আক্রমণ নয়।

ঘটনার পরপরই ফ্রান্সের বামপন্থী নেতা জ্যান-লাক ম্যালেনচান এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ম্যাখোঁর প্রতি সংহতি জানিয়েছেন।

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাখাইনে রোহিঙ্গাদের গ্রহনযোগ্যতা ও আরাকান আর্মিব্যাটারিচালিত যানবাহন বন্ধের ঘোষণায় সিপিবি’র ক্ষোভভিয়েতনাম মুক্তিসংগ্রামের অবিসংবাদিত কিংবদন্তি হো চি মিনমেট্রোরেলে ভ্যাট যাত্রীর ওপর চাপবে, পুনর্বিবেচনার অনুরোধ‘বৈষম্যমূলক’ পেনশন ব্যবস্থা প্রত্যাহারের দাবি বুয়েট শিক্ষকদের‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধবিজয়ীদের ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার’ দিলেন প্রধানমন্ত্রী৬ বছর পর কুবিতে অনুষ্ঠিত হলো ছায়া জাতিসংঘ সম্মেলনবঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি সব খবর...
বিজ্ঞাপন