বিজ্ঞাপন

সিরিয়ায় আর্টিলারি হামলা: মৃত্যু বেড়ে ১৮

June 13, 2021 | 10:31 am

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় একটি হাসপাতাল এবং আবাসিক এলাকায় আর্টিলারি হামলায় এখন পর্যন্ত অন্তত শিশুসহ ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় আফরিন শহরে ওই হামলা চলে। খবর এএফপি।

বিজ্ঞাপন

শনিবার (১২ জুন) আফরিন শহরে দুই দফা আর্টিলারি হামলার ঘটনা ঘটেছে। প্রথম হামলা চলে একটি আবাসিক এলাকায়। দ্বিতীয় আর্টিলারি হামলা হয় একটি হাসপাতালে। হাসপাতালে হামলায় এক চিকিৎসক, তিন হাসপাতাল কর্মী, দুই নারী এবং দুই শিশুর মৃত্যু হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আল শিফা নামক হাসপাতালে আর্টিলারির আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এক বিবৃতিতে সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, হামলায় মৃতদের মধ্যে অধিকাংশই হাসপাতালের। আহত বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ওই অঞ্চলে কর্মরত তুরস্কের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, সিরিয়ার কুর্দিশ মিলিশিয়া গ্রুপ ওয়াইপিজি এ হামলা চালিয়েছে। ওই হামলার জবাবে সিরিয়ার মারাত আল নুমান নামক অঞ্চলে কুর্দি মিলিশিয়াদের ঘাঁটিতে পাল্টা আর্টিলারি হামলা চালিয়েছে তুরস্ক।

সারাবাংলা/একেএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন