বিজ্ঞাপন

মার্কিন সিক্রেট সার্ভিসে ৮৮১ করোনা আক্রান্ত

June 23, 2021 | 2:32 am

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সুরক্ষার কাজে নিয়োজিত দেশটির সিক্রেট সার্ভিসের সদস্যদের মধ্যে ৮৮১ জনের দেহে নভেল করোনাভাইরাসের শনাক্ত হয়েছে। মার্চ ২০২০-মার্চ ২০২১ এই সময়কালের রেকর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্টের অধীনে ওয়াশিংটনভিত্তিক ওয়াচডগ সংস্থা সিটিজেনস ফর রেসপনসিবিলিটিস অ্যান্ড এথিকস’র (সিআরইডব্লিউ) পক্ষ থেকে জানতে চাওয়া হলে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস তাদের করোনা আক্রান্ত সদস্যের সংখ্যা প্রকাশ করে।

তবে, করোনা আক্রান্ত সিক্রেট সার্ভিস সদস্যদের নাম বা কর্মস্থল জানানো হয়নি।

এ ব্যাপারে বার্তাসংস্থা এপি জানিয়েছে, করোনা আক্রান্ত সিক্রেট সার্ভিস সদস্যদের মধ্যে ৪৭৭ জন স্পেশাল এজেন্ট রয়েছেন। যারা মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সাহচার্যে গিয়ে থাকেন।

বিজ্ঞাপন

এদিকে সিআরইডব্লিউ এর পক্ষ থেকে বলা হয়েছে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া খামখেয়ালি নীতির কারণে সিক্রেট সার্ভিসের অনেক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। যদিও, সিক্রেট সার্ভিস থেকে পাওয়া কেবলমাত্র সংখ্যার হিসাবে সেই দাবি প্রমাণের কোনো সুযগ থাকছে না।

সারাবাংলা/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন