বিজ্ঞাপন

ঊর্ধ্বমুখী পুঁজিবাজারেও ডিএসইতে লেনদেন কমেছে ৪৩৩ কোটি টাকা

June 24, 2021 | 4:53 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: টানা দুই দিন পর পুঁজিবাজারে পতন থেমেছে। বৃহস্পতিবার (২৪ জুন) দিন শেষে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে আর্থিক ও শেয়ার লেনদেন। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪৩৩ কোটি টাকা।

বিজ্ঞাপন

এদিকে বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে ৩৭২টি কোম্পানির ৫৫ কোটি ১০ লাখ ৮৫ হাজার ৪৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ১৫২টির এবং ২৯টির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৭ কোটি ৯৫ লাখ টাকা। আগের দিন বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৩০ কোটি ৩ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৬ পয়েন্ট কমে ৬ হাজার ৯২ পয়েন্টে উন্নীত হয়। এছাড়া ডিএসই শরিয়া সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০১ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০৩টি কোম্পানির ২ কোটি ৭৪ লাখ ১৬ হাজার ৫৬৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৮৮কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৩৬ কোটি ৩৬ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৬৫৭ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন