বিজ্ঞাপন

চট্টগ্রামে করোনায় চিকিৎসকের মৃত্যু

June 25, 2021 | 9:50 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দিনার জেবিন (২৯) নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। সারাদেশে মৃত্যু হয়েছে ১৫৭ চিকিৎসকের।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ জুন) সকালে নগরের মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত দিনার জেবিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। তিনি চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকার মীর বাড়ির বাসিন্দা রাকিবুল আহসানের স্ত্রী।

চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক মো. নুরুল হক জানান, করোনায় আক্রান্ত হয়ে দিনার জেবিন দুই সপ্তাহ ধরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর গর্ভে বাচ্চাটি মারা যায়। পরে প্রসব করানো হয়। এরপর তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মাঝখানে কিছুটা সুস্থ হলে কেবিনে স্থানান্তর করা হয়। পরে আবার খারাপ হয়ে গেল আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার সকালে মারা যান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসএসএ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন