বিজ্ঞাপন

স্বাস্থ্য কর্মকর্তাকে মারধরের অভিযোগে যুবলীগ সভাপতি গ্রেফতার

July 7, 2021 | 6:34 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ময়মনসিংহ: মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএইচএম সালেহীন মামুনকে মারধরের অভিযোগে উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুল হক মনিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএইচএম সালেহীন মামুন মঙ্গলবার দুপুরে হাসপাতালে দায়িত্ব পালনকালে যুবলীগ সভাপতি মনি তাকে ফোন দিয়ে বাসা থেকে তার মায়ের করোনার স্যাম্পল আনতে বলেন। জবাবে বাসা থেকে স্যাম্পল আনা বন্ধ জানালে সে ফোন কেটে দেয়। এর আধঘণ্টা পর মনি কয়েকজনকে সঙ্গে নিয়ে হাসপাতালে এসে গালিগালাজ ও দরজা জানালা বন্ধ করে ডাক্তার সালেহীনকে মারধর করে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, এ ঘটনায় মঙ্গলবার মামলার পর রাতেই মাহবুবুল হক মনিকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, চিকিৎসক, পুলিশ এবং সাংবাদিকরা হচ্ছে করোনার সম্মুখ সারির যোদ্ধা। তাদের উপর আঘাত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সে যে ই হোক, তাকে আইনের আওতায় আসতেই হবে।

সারাবাংলা/এসএসএ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন