বিজ্ঞাপন

নেইমার ছাড়াই শিরোপা পিএসজির

April 1, 2018 | 12:05 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমার। তবে নেইমারের অভাব বুঝতে দিলেন না এডিনসন কাভানি এবং অ্যাঞ্জেল ডি মারিয়া। শনিবার রাতে ফরাসি লিগের ফাইনালে মোনাকোর বিপক্ষে নেইমারকে ছাড়াই ৩-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এ নিয়ে টানা ফরাসি লিগে টানা পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলে নিলো উনাই এমেরির ছাত্ররা।

প্রথম গোলের দেখা মেলে ম্যাচের ৮ মিনিটেই। ডি বক্সে ফরাসি ফরোয়ার্ড এমবাপে ফাউল করলে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন উরুগুয়ে তারকা কাভানি। অবশ্য শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রেখে খেলতে থাকে পিএসজি।

বিজ্ঞাপন

ম্যাচের ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। এমবাপের দারুণ পাসে বল পেয়ে বাঁ পায়ের দারুণ শটে বল জালে জড়ান তিনি। ম্যাচের ৩৫ মিনিটে এমবাপের বাড়ানো বল পেয়েও সহজ সুযোগ নষ্ট করেন কাভানি।

তবে বিরতির আগে মোনাকোর ফালকাও হেড থেকে পিএসজির জালে বল জড়ালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তির কারণে অফসাইডে গোল বাতিল করা হয়।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে পিএসজি। তবে ম্যাচের ৬০ মিনিটে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন এমবাপে। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠেছিল মোনাকো। ৭১ মিনিটে সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন মোনাকো তারকা জুভেটিক। ম্যাচের ৮৫ মিনিটে পিএসজির হয়ে আবারো গোল করে জয় নিশ্চিত করেন কাভানি।

বিজ্ঞাপন

এর আগে ফরাসি লিগের চারটি শিরোপা ঘরে এনেছিল পিএসজি। গত মৌসুমের ফাইনালেও মোনাকোর বিপক্ষে ৪-১ গোলে জয় নিয়ে শিরোপা জিতেছিল ফরাসি ক্লাবটি। এবারের শিরোপাসহ শেষ পাঁচটি মৌসুমে ঘরোয়া শিরোপার ১৩টির মধ্যে ১১টিতেই জিতল পিএসজি।

 

সারাবাংলা/এসএন/এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন