বিজ্ঞাপন

১৩ লাখ টাকা ভ্যাট ফাঁকিতে ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা

August 26, 2021 | 6:21 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর গুলশানে অবস্থিত ই-অরেঞ্জ অনলাইন শপিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা। ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি জানান, ই-অরেঞ্জ অনলাইন প্লাটফর্মে বিভিন্ন পণ্য বিক্রয় করে। কিন্তু তারা প্রাপ্ত কমিশনের ওপর ভ্যাট যথাযথভাবে জমা দেয় না। গত ৮ জুন ভ্যাট গোয়েন্দা অধিদফতরের উপ-পরিচালক তানভীর আহমেদ এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

মইনুল খান আরও জানান, প্রতিষ্ঠানটির পণ্য বিক্রির কমিশনের ৫% হারে ১৯ লাখ ৩৯ হাজার ৯২৪ টাকা ভ্যাট প্রযোজ্য হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মাত্র ৬ লাখ ২৩ হাজার ৭৬৭ টাকার ভ্যাট পরিশোধ করেছে।

বিজ্ঞাপন

অনুসন্ধানে দেখা যায় অনলাইন শপিং প্রতিষ্ঠানটি প্রকৃত বিক্রয় তথ্য গোপন করেছে। এতে সরকারের ১৩ লাখ ১৬ হাজার ১৫৮ টাকা ভ্যাট ফাঁকি হয়েছে।

ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান জানান, মামলা হওয়ায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা উত্তর মামলার প্রতিবেদন জমা দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে আরও নজরদারি বাড়ানো হবে।

আরও পড়ুন
ই-অরেঞ্জের আমান উল্যাহ কারাগারে
ই-অরেঞ্জের অনিয়মের খোঁজে সিআইডি
সোনিয়া-মাসুকুরসহ ই-অরেঞ্জের ৩ জন রিমান্ডে
ই-অরেঞ্জের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলার প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন