বিজ্ঞাপন

শিশুকে বাঁচাতে সিংহের সঙ্গে খালি হাতে মায়ের লড়াই

August 29, 2021 | 3:35 pm

আন্তর্জাতিক ডেস্ক

শিশু সন্তানকে বাঁচাতে খালি হাতে সিংহের সঙ্গে লড়াই করলেন এক মা। বনের রাজার সঙ্গে লড়াইয়ে ৫ বছর বয়সী ছেলেকে প্রাণে বাঁচিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া রাজ্যে এ ঘটনা ঘটে। মানুষখেকো সিংহটিকে পরে বনবিভাগের এক রেঞ্জার গুলি করে হত্যা করেন।

বনবিভাগ জানায়, ৩০ কেজি ওজনের সিংহটি পর্বত থেকে লোকালয়ে প্রবেশ করে এক বাড়ির উঠানে চলে আসে। সে সময় উঠানে ৫ বছর বয়সী ওই শিশুটি খেলছিল।  সিংহটি শিশুটিকে কামড়ে ধরে নিয়ে যাওয়ার সময় ঘর থেকে বেরিয়ে আসেন মা। খালি হাতে তিনি সিংহটিকে কিল-ঘুষি মারতে থাকেন। এভাবে তিনি সিংহটিকে পরাস্ত করে সন্তানকে  বাঁচিয়ে নিয়ে আসেন।

তবে সিংহের কামড়ে শিশুটির মাথা ও বুকে গুরুতর জখম হয়। এরপর চিকিৎসার জন্য তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান মা।

বিজ্ঞাপন

পরবর্তীতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি জানানো হয়। ক্যালিফোর্নিয়ার বনবিভাগ তাদের এক কর্মকর্তাকে ওই বাড়িতে পাঠায়। বাড়িতে পৌঁছে ওই কর্মকর্তা দেখেন, একটি সিংহ ঘাঁটি গেড়ে বসে আছে। সিংহটি তখনও আক্রমণাত্মক ভঙ্গিতে হামলা চালানোর চেষ্টা করে।

বিবৃতিতে বনবিভাগ জানায়, গণমানুষের নিরাপত্তার স্বার্থে সিংহটিকে গুলি করতে বাধ্য হন ওই কর্মকর্তা। ডিএনএ টেস্টে প্রমাণ হয়েছে যে, ওই সিংহটিই শিশুটিকে আক্রমণ করেছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন