বিজ্ঞাপন

নতুন করে গেজেট প্রকাশের দাবি সুপ্রিমকোর্ট বারের

December 13, 2017 | 2:53 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

নিম্ম আদালতের বিচারকদের আচরণ ও শৃঙখলা বিধিমালার গেজেট বাতিল করে পুনরায় সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুযায়ী গেজেট প্রকাশে দাবি জানিয়েছেন সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন।

আগামী ৭ জানুয়ারির মধ্যে পুনরায় গেজেট প্রকাশ করা না হলে বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বুধবার সমিতির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি। অবশ্য এ দাবির সঙ্গে দ্বিমতপোষণ করেছেন আওয়ামীপন্থী আইনজীবী নেতারা।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট জয়নুল আবেদীন লিখিত বক্তব্যে বলেন, `নিম্ন আদালতের বিচারকদের ‍চাকরি শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা নিয়ে আইন মন্ত্রণালয় যে গেজেট প্রকাশ করেছে তা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী। তাই সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আগামী ৭ জানুয়ারির মধ্যে সমিতির পক্ষ থেকে পুনরায় গেজেট প্রকাশের দাবি জানাচ্ছি। অন্যথায় আইনজীবী সমিতির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। ’

গেজেটের সমালোচনা করে তিনি বলেন, ‘অধস্তন আদালতের বিচারকদের চাকুরি ও শৃঙ্খলা বিধি যে প্রক্রিয়ায় সম্পূর্ণ করা হয়েছে সেই প্রক্রিয়াটি সংবিধান বহির্ভূত। এর মাধ্যমে বিচার বিভাগকে আজ ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে।’

আইনজীবী সমিতির সভাপতির এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে সমিতির সভাপতির কক্ষের সামনে পাল্টা বক্তব্য দিয়েছেন বারের আওয়ামী পন্থী আইনজীবী সদস্যরা। সংগঠনের সহ-সভাপতি অজিউল্লাহ এই বিধিমালার বিষয়ে বলেন, ‘১১৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে বিচার কর্মে নিয়োজিত এবং বিচার বিভাগে দায়িত্বপালনরত ব্যক্তিদের শৃঙ্খলা বিধিসহ সকল রকমের আচার-আচরণ সংক্রান্ত ক্ষমতা সংবিধান দিয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ওপরই চূড়ান্ত ক্ষমতা থাকবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে পরামর্শ করেই এই বিধিমালা প্রণয়ন করে গেজেট প্রকাশ করা হয়েছে। ইতোপূর্বে আইনমন্ত্রী বলেছেন, ‘বিধিমালা নিয়ে যে ত্রুটি বিচ্ছুতি ছিল তা নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বসে নিরসন করা হয়েছে।’”

সারাবাংলা/এজেডকে/আইজেকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন