বিজ্ঞাপন

ভ্যাকসিন রফতানি চালু করতে চায় ভারত

September 15, 2021 | 11:11 pm

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের নাগরিকদের একটি বড় অংশের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত হওয়ায় এবং সরবরাহ বৃদ্ধি পাওয়ার পর পুনরায় ভ্যাকসিন রফতানি কার্যক্রম শুরু করার ব্যাপারে মোদি সরকার আগ্রহী বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

চলতি মাসের শেষ সপ্তাহে মোদির ওয়াশিংটন সফরের আগেই ভ্যাকসিন রফতানি পুনরায় শুরু হতে পারে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কর্মকর্তা।

এর আগে, চলতি বছরের এপ্রিলে ভ্যাকসিন রফতানি বন্ধ ঘোষণা করে ভারত। বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদক দেশ ভারতের ওই সিদ্ধান্তের কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ভ্যাকসিন কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। এছাড়াও, বিশ্বজুড়ে ভ্যাকসিন সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে।

এদিকে, ভারত সরকার ডিসেম্বরের মধ্যে ৯৪ কোটি ৪০ লাখ প্রাপ্তবয়স্কের সবাইকে করোনা ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এরই মধ্যে, প্রাপ্তবয়স্কদের ৬১ শতাংশ ভ্যাকসিনের অন্তত একটি ডোজ হলেও পেয়েছেন।

বিজ্ঞাপন

ওই ভারতীয় কর্মকর্তা রয়টার্সকে বলেন, ভ্যাকসিন রফতানির সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত। ভ্যাকসিন ও কোভিড অপারেশনাল মডেল দিয়ে আফ্রিকাকে সহযোগিতা করতে চায় ভারত।

তবে এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, এপ্রিলে ভ্যাকসিন রফতানি বন্ধের আগে ভারত ১০০ দেশে ৬ কোটি ৬০ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন উপহার হিসেবে দিয়েছিল অথবা বিক্রি করেছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন