বিজ্ঞাপন

ইউরোপে করোনার প্রাদুর্ভাব বাড়ছে

October 25, 2021 | 10:05 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপে করোনাভাইরাসে প্রাদুর্ভাব ফের বাড়ছে। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে মহামারির নতুন ঢেউয়ের সূত্রপাত হয়েছে। এতে ভাঁজ পড়েছে কর্তৃপক্ষের কপালে। ইতিমধ্যে পূর্ব ইউরোপের দেশগুলোতে মহামারিকালীন বিধিনিষেধ ফের জারি হতে শুরু করেছে।

বিজ্ঞাপন

করোনাভাইরাস ভ্যাকসিনের ব্যাপক সহজলভ্যতার পরেও ইউরোপে মহামারির প্রাদুর্ভাব ঊর্ধমুখি। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে অনুযায়ী টানা তিন সপ্তাহ ধরে ইউরোপ মহাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তির দিকে।

ইউরোপের পূর্বাঞ্চলের দেশগুলোতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশটির রাজধানী মস্কোতে ২৮ অক্টোবর থেকে ১০ দিনের লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে পূর্ব ইউরোপের আরেক দেশ লাটভিয়ায় বৃহস্পতিবার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

জার্মানিতে গত মে মাসের পর এই প্রথম প্রতি ১ লাখে ১০০ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। বেলজিয়াম ও আয়ারল্যান্ডে প্রতি ১ লাখে আক্রান্ত শনাক্ত হচ্ছেন যথাক্রমে ৩২৫.৭৬ ও ৪৩২.৮৪ জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন