বিজ্ঞাপন

ইভিএমে প্রথম ভোট দিচ্ছেন ঘোড়াঘাট পৌরবাসী

November 2, 2021 | 9:39 am

লোকাল করেসপন্ডেন্ট

হিলি: চলছে ঘোড়াঘাট পৌরসভার নির্বাচন। এতে প্রথমবারের মতো ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএমে) ভোট দিচ্ছেন ভোটাররা। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

সরেজমিনে সকাল সাড়ে ৮টা সময় পৌর শহরের উদয়গিরি কেন্দ্রে দেখা যায়, ভোট দিতে কেন্দ্রে আসা শুরু করেছেন ভোটাররা। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি।

দিনাজপুর জেলা সহকারী সিনিয়র রিটার্নিং অফিসার শাহিনুর রহমান প্রামানিক বলেন, ‘সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি। কোনো ধরনের অনিয়ম সহ্য করবো না। কেন্দ্রে কেন্দ্রে ম্যাজিস্ট্রেটরা থাকবেন। অনিয়ম দেখলেই তারা ব্যবস্থা নেবেন।এছাড়াও পুলিশ,আনসার, বিজিবি সদস্যরা কেন্দ্র নিরাপত্তার দায়িত্বে রয়েছে।’

দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, মাঠে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবেন। সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোটের জন্য তারা কাজ করে যাবেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, এ পৌরসভায় মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত সাধারণ ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৫৬ জন এবং নারী ভোটার ১০ হাজার ১৯১ জন। মোট ৯টি কেন্দ্রের ৭৪টি কক্ষে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন