বিজ্ঞাপন

সাম্বার হরিণের ঘরে নতুন অতিথি

November 22, 2021 | 6:21 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম চিড়িয়াখানায় সাম্বার হরিণের পরিবারে একটি শাবক নিয়েছে। এ নিয়ে সাম্বার হরিণ পরিবারের সদস্যসংখ্যা হলো ছয়।

বিজ্ঞাপন

রোববার (২১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানিয়েছেন, মা সাম্বার হরিণ শাবকটির জন্ম দিয়েছে।

ডা. শুভ সারাবাংলাকে জানিয়েছেন, মা ও নবজাতক শাবকটি সুস্থ আছে। শাবকটির লিঙ্গ নির্ধারণ এখনো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

চট্টগ্রাম চিড়িয়াখানায় সাম্বার ছাড়াও আরও দুই জাতের হরিণ আছে। এর মধ্যে মায়া হরিণ আছে চারটি এবং চিত্রা হরিণ ২৭টি।

সাম্বার হরিণের বিচরণ আছে বাংলাদেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি বনভূমিতে। তবে এই জাতের হরিণ দেশে বিলুপ্তপ্রায় হিসেবে চিহ্নিত।

সাম্বার হরিণের গর্ভধারণ কাল ৭ থেকে ৮ মাস। শাবক জন্মের পর দুধ পান করে ৬ মাস পর্যন্ত। প্রাপ্তবয়স্ক হয় তিন বছরে। বেঁচে থাকে ২০ থেকে ২৫ বছর। পুরুষ সাম্বারের বড় আকৃতির শিং থাকে।

বিজ্ঞাপন

বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় ৬৬ প্রজাতির ৬২০টি পশুপাখি আছে।

সারাবাংলা/আরডি/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন