বিজ্ঞাপন

রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতালে আগুন, কাজ করছে ৪ ইউনিট

January 2, 2022 | 10:19 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত হাসপাতালে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট। রোববার (২ জানুয়ারি) রাতে এই আগুন লাগে।

বিজ্ঞাপন

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্যাম্প ২০-এর আইওএম হসপিটালে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে উখিয়া ফায়ার সার্ভিসের দুই ইউনিট। পরে কক্সবাজার থেকে আরও দুই ইউনিট যোগ দিয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪-এর অধিনায়ক নাইমুল হক বলেন, উখিয়া বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত হাসপাতালে আগুন লেগেছে। ঘটনাস্থলে আমাদের লোকজন রয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়েছে। তারাও কাজ শুরু করেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে আগুন লেগেছে, সেটিও এখনো আমরা জানতে পারিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন