বিজ্ঞাপন

ষড়যন্ত্রের গলিপথ খোঁজার চেষ্টা হলে প্রতিহত করব: আব্দুর রহমান

January 5, 2022 | 8:01 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, খালেদা জিয়ার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বাংলাদেশে সেই ব্যবস্থা আছে। সেই জায়গায় যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সাহায্য লাগে নিশ্চয়ই তিনি তা করবেন। কিন্তু বিদেশে গিয়ে কোনো ষড়যন্ত্রের গলিপথ খোঁজার চেষ্টা করবেন না; সেই চেষ্টা আমরা প্রতিহত করব। সেই চেষ্টায় আমরা বাধা দেব।

বিজ্ঞাপন

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণভবন থেকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রান্তে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংগীত পরিবেশেনার মাধ্যমে সভা শুরু হয়। পরে ছাত্রলীগের দলীয় সংগীত পরিবেশন করা হয়। ভার্চুয়ালি ছাত্রলীগের মাতৃভূমি পাঠাগার’র উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের উন্নয়নশীল দেশে পরিণত হয়ে এগিয়ে চলার দিক তুলে ধরে আব্দুর রহমান বলেন, ‘বিশ্ববাসীর কাছে আজকে একটি আধুনিক বাংলাদেশ হিসেবে শেখ হাসিনা পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি যখন ছাত্রলীগের অুনষ্ঠানে আসেন সেই দিনটি তার জন্য অনেক বড় আনন্দের।’

বিজ্ঞাপন

ছাত্রলীগের একজন কর্মী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিভিন্ন ভূমিকার প্রসঙ্গ তুলে ধরেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

তিনি বলেন, ‘আজকে এই জায়গায় কঠিন কোন কথা বলব না। কঠিন কোনো বক্তৃতা করব না। আমাদের প্রিয় নেত্রী যে আপসোসের কথাটি বলেছেন যে, তখনকার যে ছাত্র নেতৃত্ব ছিল তাকে কেন্দ্রীয় নেতা বানায়নি। আমি বলি, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। সেদিন ছাত্রলীগের কোনো পদ তিনি না পেলেও আজকে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতান্ত্রিক নেত্রী হিসেবে তিনি আমাদের সম্পদ হিসেবে বিবেচিত হয়েছেন। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমাদের এই সংঠনের নেত্রী।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিকে দলটির চলমান আন্দোলন কর্মসূচির ব্যাপারে আব্দুর রহমান বলেন, ‘অসুস্থতা এবং চিকিৎসার নামে এক ধরনের ষড়যন্ত্রের রাজনীতি এবং অসুস্থ রাজনীতির চেষ্টা চালানো হচ্ছে। আজকে বাংলাদেশ শুধু নয় পৃথিবীতে এমন কোনো নেতা আছেন যিনি একজন দণ্ডিত আসামিকে কারাগারে না রেখে তার নিজ তত্ত্বাবধানে, তিনি যেখানে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেই জায়গায় চিকিৎসার ব্যবস্থা করেছেন, কেউ করেনি। করেছেন আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’

বিজ্ঞাপন

আব্দুর রহমান বলেন, ‘তারপরও বিদেশে যাওয়ার বাহানা, বিদেশে যেতে হবে। কখনো ওরা বলে না, আমাদের নেত্রী খালেদা জিয়ার ভালো চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ওরা সবসময় বলে তাকে বিদেশে যেতে হবে, বিদেশে যেতে দিতে হবে। এখানেই একটি গন্ধ পাই। বিদেশে কি চিকিৎসার জন্য যেতে চান, নাকি অন্য কোনো অভিসন্ধির জন্য যেতে চান? এই প্রশ্নটি আমাদের থাকতেই পারে।’

বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের নেত্রীর আরও উন্নত চিকিৎসা লাগলে বাংলাদেশে সে ব্যবস্থা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয় এক্ষেত্রে আরও সাহায্য করবেন। কিন্তু বিদেশে গিয়ে কোনো ষড়যন্ত্রের অন্ধকারের গলিপথ খোঁজার চেষ্টা করবেন না। করলে সেই চেষ্টা আমরা প্রতিহত করব। সেই চেষ্টায় আমার বাধা দেব।’

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মোস্তফা জালাল মহিউদ্দিন, সুলতান মোহাম্মদ মনসুর, মাঈনুদ্দিন হাসান চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, অসীম কুমার উকিল, অজয় কর খোকন, এ কে এম এনামুল হক শামীম, লিয়াকত আলী শিকদার, বাহাদুর বেপারী, মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ অন্যরা।

সভা পরিচালনা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন