বিজ্ঞাপন

ঢাবি ক্যাম্পাসে আজও বিক্ষোভ শিক্ষার্থীদের

April 11, 2018 | 10:41 am

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: কোটা সংস্কারের দাবিতে ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দিয়ে বুধবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, রোকেয়া হল ও কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষার্থী জড়ো হচ্ছেন।  বিভিন্ন হল থেকে দলে দলে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন অংশে মিছিল শুরু হয়েছে।

এছাড়া শিক্ষার্থীরা চারুকলা ও বাংলা একাডেমীর সামনে সড়ক অবরোধ করে স্লোগান দিচ্ছেন। তারা বাঁশ ও বিভিন্ন সামগ্রী দিয়ে  সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার বলায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কে ক্ষমা চাইতে হবে। সুফিয়া কামাল হলে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনকারীদের বিচার করতে হবে।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীদের কয়েকজন জানিয়েছে সুফিয়া কামাল হলের দিকে মিছিল নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই জড়ো হচ্ছেন তারা।

মঙ্গলবার দিবাগত রাতে সুফিয়া কামাল হলে সংঘঠিত হামলার প্রতিবাদেই এই প্রতিবাদ মিছিল বলে জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

এদিকে কোটা বিরোধী আন্দোলনকারীরাদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে  সাংবাদিক সম্মেলন করেছে ।

সাংবাদিক সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, কোটা বিরোধী আন্দোলনে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে থেকে অংশ নেওয়া ভাই-বোনদের ওপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। । একই সঙ্গে যারা এসব শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারেরও দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী- সুফিয়া কামাল হলের ছাত্রলীগের সভাপতিকে বিশ্ববিদ্যায় থেকে আজীবন বহিস্কারের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আগামী ২৪ ঘন্টার মধ্যে কার্যকর করার দাবি জানান নেতারা।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী আহ্বায়কদের কোটা বিরোধী আন্দোলন থেকে সরে আসার জন্য যে চাপ সৃষ্টি করা হচ্ছে তার তীব্র নিন্দা জানান তারা। একই সঙ্গে যারা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা ভবিষ্যতেও আন্দোলনের  সাথে থাকবেন বলেও আশা প্রকাশ করেন তারা।

সারাবাংলা/আইএ/টিএম

আরও পড়ুন

হলে ফিরছি, তবে ছাত্রদের পাশে আছি’
এবার ছাত্রীদের ওপর চড়াও ছাত্রলীগ, ঢাবি ক্যাম্পাসে র‌্যাব
কার্জন হলেও দাঁড়াতে পারলেন না আন্দোলনকারীরা
আন্দোলন দমাতে পুলিশ-ছাত্রলীগ, ঢাবি ক্যাম্পাসে ভীতি-উত্তেজনা
পুলিশি হামলার প্রতিবাদে হল ছেড়ে রাস্তায় ঢাবি ছাত্রীরা
শাহবাগ থেকে আন্দোলনকারীরা ঢাবিতে, সংঘর্ষ চলছেই
কাঁদুনে গ্যাসে ছত্রভঙ্গ শাহবাগে আন্দোলনকারীরা
কোটা সংস্কার: মহাসড়কে আন্দোলনকারীরা
কোটা সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলন
ঢাবিতে ছাত্রী হলে মারধরের অভিযোগ, ছাত্রলীগ নেত্রী বহিষ্কার
হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নিলেন ঢাবি ভিসি
বুধবার থেকে অনির্দিষ্টকাল বন্ধ সব বিশ্ববিদ্যালয়-কলেজ

 

 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন