বিজ্ঞাপন

‘মন্ত্রী-নেতাদের দুর্নীতির জন্য দেশ আজ দুর্ভিক্ষের কবলে’

March 9, 2022 | 10:02 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের মন্ত্রী-নেতাদের দুর্নীতির কারণে দেশ আজ দুর্ভিক্ষের কবলে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার (৯ মার্চ) বিকেলে নগরীর নসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শাহাদাত এ মন্তব্য করেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল এ কর্মসূচির আয়োজন করে।

শাহাদাত হোসেন বলেন, ‘চাল, ডাল, তেল, পানি, বিদ্যুৎ, গ্যাস— সবকিছুর দাম লাগামহীনভাবে বেড়েছে। আওয়ামী লীগ আজ দেশকে এমন এক অবস্থানে নিয়ে গেছে, মানুষ আর বাঁচার উপায় খুঁজে পাচ্ছে না। বেঁচে থাকার জন্য যে ন্যূনতম খাবার প্রয়োজন, সেটিও কিনতে পারছে না। আওয়ামী লীগের মন্ত্রী, নেতাদের দুর্নীতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। আওয়ামী মাফিয়া সিন্ডিকেটের কারণে দেশ আজ দুর্ভিক্ষের কবলে।’

নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘মধ্যবিত্ত মানুষ আজ গরিবের কাতারে পৌঁছেছে। টিসিবির লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছে মধ্যবিত্তরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সকলের মধ্যে নাভিশ্বাস উঠেছে।’

বিজ্ঞাপন

নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এ বি এম পারভেজ রেজা, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া।

সারাবাংলা/আরডি/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন