বিজ্ঞাপন

‘বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ, লক্ষ্য বৃহৎ অর্থনীতি’

March 10, 2022 | 5:26 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ ইতোমধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৩৫ সালের আগেই বাংলাদেশ বিশ্বের ২৫তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ জন্য তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেরও প্রশংসা করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ইকোনোমিক ফোরামের অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ড. আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করুন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যেকোনো বড় বিনিয়োগের জন্য আমরা এখন প্রস্তুত। ব্যবসা এবং উৎপাদনের জন্য বাংলাদেশ বেশ বড় সম্ভাবনাময়। অর্থনীতির একটি আন্তর্জাতিক বলয় হয়ে ওঠার জন্যও আমাদের বিশাল সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের সক্ষমতা এবং দক্ষতা রয়েছে। আইসিটি এবং আইটিইএস ডোমেনে বিশ্বের যেকোনো জায়গার চেয়ে লাভজনক হবে আমাদের দেশ।’

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোভিড মহামারির ঊর্ধ্বমুখী সূচকের সময়ও আমাদের অর্থনীতি পূর্ণভাবে সচল ছিল। বাংলাদেশ বিশ্বব্যাপী মহামারি মোকাবিলায় একটি উল্লেখযোগ্য কাজ করেছে। একইসঙ্গে অর্থনীতিকেও চাঙ্গা রেখেছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআই চেয়ারম্যান মো. জসিম উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন