বিজ্ঞাপন

ফিল্মফেয়ারে হ্যাটট্রিক জয়া আহসানের

March 18, 2022 | 11:09 am

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এক অনন্য নাম জয়া আহসান। তিনি ভারতের বাংলা চলচ্চিত্রেও সমান জনপ্রি‍য়। দেশটির সবচেয়ে প্রভাবশালী বেসরকারি চলচ্চিত্র পুরস্কার ‘ফিল্মফেয়ার’-এর বাংলা সংস্করণে হ্যাটট্রিক করলেন জয়া।

বিজ্ঞাপন

জয়া আহসান অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’ ছবিতে প্রধান চরিত্রের জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতলেন। এ ছবি পুরস্কার পেয়েছে আরো দুটি শাখায়। একটি সমালোচকের চোখে সেরা ছবি ও সম্পাদনায় সেরা ছবি হিসেবে।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় জয়া বলেন, ‘আমি ভাবিনি যে পপুলার ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে যাব। খুব ভালো লাগছে। আয়োজকেরা আমার কাজ পছন্দ করেন, ফলো করেন। আমি পুরস্কৃত হওয়ায় তারাও আনন্দিত। সকালে বিহারের ঝাড়খান্ড থেকে ট্রেনে করে কলকাতা পৌঁছেছি। সেখানে কালান্তর ছবির শুটিং চলছিল। এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগল।’

এ বছর ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয় করে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জয়া। সেরা অভিনেত্রীর মনোনয়নের দৌড়ে জয়াকে লড়তে হয়েছে অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী এবং রুক্সিনী মৈত্রের সঙ্গে।

বিজ্ঞাপন

২০১৯ সালে টলিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য ফিল্মফেয়ারে (বাংলা) সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান।

সারাবাংলা/এজেডএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন