বিজ্ঞাপন

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী কাজ করছেন: সাঈদ খোকন

March 18, 2022 | 10:23 pm

সারাবাংলা ডেস্ক

ঢাকা: করোনা মহামারির কারণে বিশ্ববাজারে দ্রব্যমূল্যে প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘গত দুই বছর ধরে বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে খাদ্যে ব্যাপক প্রভাব পড়েছে। এর ঢেউ আমাদের দেশেও কম বেশি লেগেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই অবস্থা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কাজ করছেন।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ মার্চ) পুরান ঢাকার সুরিটোলা সরকারি মডেল বিদ্যালয় প্রাঙ্গণে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত ‘অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ‘বিশ্বব্যাপী প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূলের ঊর্ধ্বগতির কারণে অনেক খাদ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। বিভিন্ন পণ্য থেকে ভ্যাট ট্যাক্স মওকুফ করেছেন। বাজার ব্যবস্থা মনিটরিং করা থেকে শুরু করে যা যা করা দরকার তা করছে। কিন্তু সরকারের একার পক্ষে এই দূরহ কাজটি আরও দূরহ হয়ে পড়ে। আমরা যদি এই কাজে সম্পৃক্ত না হই তাহলে সরকারের একার পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’

ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব দুখি মানুষের পাশে থাকবার জন্য আহ্বান জানিয়েছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে আমি আমাদের যে সব স্বচ্ছল ব্যবসায়ী ও ব্যক্তিবর্গ রয়েছে তাদের আহ্বান জানাবো আপনারা সবাই সামর্থ অনুযায়ী অসহায়. দরিদ্র ও দুখি মানুষের পাশে দাঁড়ান। তাহলে দুঃস্থ অসহায় মানুষের কষ্ট লাঘব হবে।’

বিজ্ঞাপন

সাঈদ খোকন জানান, তার বাবার নামে প্রতিষ্ঠিত সংগঠনের মাধ্যমে শবে বরাত থেকে শুরু করে শবে কদর পর্যন্ত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সময়ে ৬ হাজার দুঃস্থ মানুষকে ৩০ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করবে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। এজন্য শহরের ৩০টি ওয়ার্ডে কমিটি প্রস্তুত করা হয়েছে।

এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যনিবাহী সদস্য ফজলুর রহমান সরদার, সুরিটোলা সরকারি মডেল বিদ্যালয়ের সভাপতি মো. ফারুক, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সম্মন্বয়কারী মো. হাফিজ, আতিকুর রহমান স্বপন, মোহাম্মদ সাজেদ, মোহাম্মদ সাদেক মিঠুসহ ওয়ার্ড সমন্বয়কারীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন