বিজ্ঞাপন

অস্ত্রোপচার সফল, আলাদা হলো লাবিবা-লামিসা

March 21, 2022 | 6:00 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হলো লাবিবা-লামিসাকে। সোমবার (২১ মার্চ) বিকেল ৫টার দিকে তাদের আলাদা করা হয়। বর্তমানে তাদের ঢামেকের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতালের শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেন।

ডা. কাজল বলেন, ‘অস্ত্রোপচারের মাধ্যমে লাবিবা-লামিসাকে আলাদা করা হয়েছে। সফলভাবে আমরা আলাদা করতে পারছি। এখন আরও কাজ বাকি আছে। দু’জনকে আইসিইউতে রাখা হয়েছে।’

এর আগে, দুপুরের দিকে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে জোড়া শিশু দু’টিকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। সব কিছু ঠিক থাকলে আজই তাদের সম্পূর্ণ পৃথক করা হবে। তবে অস্ত্রোপচারে সময় লাগবে ১১ থেকে ১২ ঘণ্টা।

বিজ্ঞাপন

অস্ত্রোপচার কক্ষে থাকা হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকার বলেন, ‘সকালে শিশু দু’টির অস্ত্রোপচার শুরু করা হয়েছে।’

২০১৯ সালের ১৫ এপ্রিল জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের যদুনাথ পাড়া এলাকার লাল মিয়া ও মনুফা বেগম দম্পতির ঘরে জন্ম নেয় শিশু দুটি। তাদের এই অস্ত্রোপচারের জন্য গঠন করা হয়েছে মেডিকেল টিম।

এই জোড়া শিশুর অস্ত্রোপচারে পেডিয়াট্রিক সার্জারি ছাড়াও নিউরোসার্জারি, প্লাস্টিক সার্জারি, রেডিওলোজি, ইউরোলোজি, অর্থোপেডিকস, সার্জারি ও অ্যানেসেলোজি বিভাগের চিকিৎসকরা কাজ করছেন।

বিজ্ঞাপন

শিশুদের বাবা রাজমিস্ত্রীর সহযোগী লাল মিয়া বলেন, ‘ওদের বয়স এখন ২ বছর ১১ মাস। গত বছরের ১৩ ডিসেম্বর তাদের অস্ত্রোপচার করা হয়। তবে সেদিন আলাদা করা যায়নি। আজ তাদের ফের আলাদা করার কাজ চলছে। এতে ১১ ঘণ্টা সময় লাগতে পারে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন