বিজ্ঞাপন

‘র‌্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগবে’

March 23, 2022 | 2:37 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: র‌্যাবের বিরুদ্ধে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিজ্ঞাপন

বুধবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। ৩০ মার্চ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিতব্য ৫ম বিমসটেক শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অংশগ্রহণের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, ১০ ডিসেম্বরের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সব বৈঠকে র‌্যাবের বিষয়ে আলাপ হয়েছে। এটি একটি জটিল বিষয়। নিষেধাজ্ঞা উঠে যেতে আরও কিছুটা সময় লাগবে।

ড. মোমেন বলেন, ‘গেল ১৩ বছরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুশীলন হয়েছে বাংলাদেশে। এদেশের মানুষ মানসিকভাবে গণতান্ত্রিক। সব দলকে এ প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। এর কোনো বিকল্প নেই। এদেশ ন্যায়বিচার ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। কোনো বৈষম্যকে ঠাঁয় দেওয়া হয় না।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বিষয়ে মন্ত্রী বলেন, ‘পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে বিমসটেক অঞ্চলে দারিদ্র, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত, কোভিড-১৯ পরবর্তী করণীয় সম্পর্কে যৌথ কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা করবেন।’

তিনি বলেন, ‘আঞ্চলিক সন্ত্রাস ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনসহ অন্যান্য যৌথ সমস্যাবলী নিয়ে উপযুক্ত কৌশল অবলম্বনপূর্বক আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সেগুলো মোকাবিলার আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী।’

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন