বিজ্ঞাপন

আজও পালন হচ্ছে ইদুল ফিতর!

May 1, 2022 | 2:53 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের আগাম ইদের প্রবক্তা চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফসহ উক্ত দরবারের অনুসারীরা ইদ উল ফিতর উদযাপন করছেন। বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলেই ইদ উদযাপিত হবে বলে দাবী করেন সাদ্রা দরবার শরীফের অনুসারীরা।

বিজ্ঞাপন

চাঁদ দেখা সাপেক্ষে, নাইজার, মালি, আফগানিস্তান প্রভৃতি দেশে চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে রোববার (১ মে) ইদুল ফিতর পালিত হচ্ছে।

রোববার (১ মে) সকাল ১০টায় ইদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসা মাঠে। ইদের জামাতের ইমামতি করেন সাদ্রা দরবার পীর আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানি।

জেলার হাজীগঞ্জের সাদ্রা সমেশপুর, অলিপুর, উচ্চঙ্গা, প্রতাপপুর, রামচন্দ্রপুর, বলাখাল, ফরিদগঞ্জ উপজেলার ঘড়িহানা, মুন্সীরহাট, চান্দ্রাসহ জেলার প্রায় ৪০ গ্রামে ইদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়া একই অনুসারীগণের মধ্যে পটুয়াখালী, দিনাজপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, জামালপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী ও বরিশালের কিছু এলাকায় পালিত হচ্ছে বলে দাবী করেন সাদ্রা দরবার শরীফের পীর আরিফ চৌধুরী।

সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘আমরা মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে আজ ইদ করছি। আমরা নির্ধারিত কোনো দেশকে ফলো করি না। আরব বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে তা বিশ্বাসযোগ্য হলে আমরা রোজা পালন এবং ইদ উদযাপন করি, যদি সেটি আমাদের কাছে নির্ভরযোগ্য মনে হয়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন