বিজ্ঞাপন

ভৈরবে শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি

June 2, 2022 | 1:45 pm

লোকাল করেসপন্ডেন্ট

ভৈরব: মোকারম নামে ৯ বছর বয়সী শিশুকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে থানায় মামলা করেছেন শিশুটির ভাই রুবেল মিয়া। বুধবার (১ জুন) রাতে এই মামলা করা হয়।

বিজ্ঞাপন

শিশুটির পরিবারের সদস্যরা জানান, গত ২৮মে মুন্সিগঞ্জের সিরাজদিখানের খিদিরপুর গ্রামের বাবু মিয়া তার ভায়রা ভাইয়ের বাড়ি ভৈরবের শ্রী-নগরে কামারকান্দা গ্রামে বেড়াতে যায়। বেড়াতে গিয়ে তার ভায়রা ভাইয়ের ৯ বছরের ছেলে মোকারমকে স্থানীয় বাজারে ঘোরাফেরার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে কৌশলে শিশুটিকে ৪-৫ জনের সহায়তায় অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯৪৫-০৭৩২৯৩ থেকে শিশুর বড় ভাই রুবেল মিয়ার মোবাইল নম্বরে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণ না পেলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেয় । শিশুটিকে যেন হত্যা না করে সেজন্য বাবু মিয়াকে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠানো । টাকা পেয়েও বাকি টাকার জন্য শিশুটিকে আটকে রেখে ঘটনাটি পুলিশ কে না জানানোর জন্য হুমকি দেওয়ায় শিশুটির ভাই বুধবার রাতে ভৈরব থানায় একটি অপহরণ মামলা করে।

মামলার বাদি রুবেল মিয়া ভাইকে ফিরে পেতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানারউপ-পরিদর্শক মোস্তাক আহমেদ জানান, শিশুটিকে উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন