বিজ্ঞাপন

আজকেই ৪৪তম বিসিএস পরীক্ষার ফলাফল?

June 22, 2022 | 4:37 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: মে মাসের ২৭ তারিখে হয়ে যাওয়া ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আজকে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একজন সদস্য সারাবাংলাকে ফলপ্রকাশের সম্ভাবনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফল প্রকাশের জন্য পিএসসিতে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রস্তুত রয়েছে। আজকে যে সভা হয়েছে সেখানে ফল প্রকাশের বিষয়েই কথা হয়েছে। যদি হয়, তাহলে সন্ধ্যায় ফল প্রকাশিত হবে।

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা এবারও সারাদেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে এবারের বিসিএসের কেন্দ্র ছিল।

গত বছরের ৩০ ডিসেম্বর শুরু হওয়া ৪৪তম বিসিএসে আবেদন প্রক্রিয়ায় ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরীপ্রার্থী অংশ নিয়েছিলেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জনকে নেওয়া হবে।

সারাবাংলা/টিএস/এসএসএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন