বিজ্ঞাপন

‘প্রধানমন্ত্রীর জন্মদিন মানেই গণতন্ত্রকামী মানুষের মৃত্যুদিন’

September 30, 2022 | 5:36 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন মানেই গণতন্ত্রকামী মানুষের মূত্যুদিন’- এমনটিই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে যে ধরনের অনুষ্ঠান প্রচার করা হচ্ছে- এটা আমরা বুঝতে পারছি যে, সরকারের নানাবিধ হুমকি এবং চাপরের কারণে হচ্ছে। যিনি গণতন্ত্র হত্যা করলেন, গণতান্ত্রিক আন্দোলনকে যিনি স্ট্রিম রোলার চালিয়ে থেঁতলে দিচ্ছেন, তার জন্মদিন উপলক্ষে যে ধরনের প্রচার-প্রচারণা আমরা দেখলাম, এটা দেখে এই দেশের জনগণ মনে করছে, তার (প্রধানমন্ত্রী) জন্মদিন মানেই গণতন্ত্রকামী মানুষের মৃত্যুদিন।’

তিনি বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যাতে না হয় তার জন্য উঠে পড়ে লেগেছে সরকার। তারা নানা কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করছে।’

বিজ্ঞাপন

‘বিএনপির মাথা থেকে তত্ত্বাবধায়কের ভূত নামাতে হবে’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘একটা দরজার দাম ২২ লাখ টাকা! এভাবে বিভিন্ন সেক্টরে অবাধ লুণ্ঠনের মাধ্যমে তারা (সরকার) যে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছে, সেই স্বর্গ থেকে বিদায় হতে চান না বলেই আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামাতে বলছেন। এটা তো উনি বলবেনই।’

‘বিএনপিকে তত্ত্বাবধায়কের দাবি থেকে সরে আসতে হবে’- আইনমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘তিনি (আইনমন্ত্রী) তো দিনের ভোটে কোনো দিন নিজ এলাকায় জিততে পারবেন না। তাকে এই বিনাভোটেই নির্বাচিত হতে হবে। সেই কারণেই অবাধ, সুষ্ঠ নির্বাচন তারা হতে দিতে চায় না। ওবায়দুল কাদেরও জানেন সুষ্ঠু নির্বাচন হলে কী পরিণতি তাদের হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের হাতে বই-কলমের পরিবর্তে লাঠি তুলে দিয়েছে। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সোনার ছেলেরা অন্যদিকে ইডেন কলেজে তাদের স্বর্ণালি কন্যারা যে ঘটনা ঘটাচ্ছে, সেটা তো নজিরবিহীন। এসমস্ত ঘটনা অব্যাহত রাখতেই ওবায়দুল কাদের বলেছেন বিএনপিকে মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামাতে হবে।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘বিদেশিরা কী কথা বলছেন, সেটা এদের (সরকারের) কানে যায় না। বাংলাদেশের রাজনীতি যারা পর্যবেক্ষণ করে তারা কী বলছে, ইউরোপ-আমেরিকা কী কথা বলছে, অন্যান্য গণতান্ত্রিক দেশ কী কথা বলছে, এটা তাদের (সরকার) কানে যায় না। কারণ, যাদের অবৈধ সত্তা আছে, যারা জনগনের ভোটকে সবচেয়ে বেশি ভয় পায় তারা এগুলো শুনবে না।’

‘গণমাধ্যমে সরকারের অর্জনগুলো তুলে ধরতে হবে’ তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘কী অর্জন আছে আপনাদের? ঢাকা শহরে ৫০টি ক্যাসিনো আছে, সেই অর্জন দেখাতে হবে? ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে যখন গুলি খেয়ে মানুষ মারা যাচ্ছে তখন প্রায় পৌনে ২০০ লোক নিয়ে প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করছেন, ঢাবিতে ছাত্রলীগ হামলা করছে, ইডেনে আপনাদের স্বর্ণালি মেয়েরা যা করছে, সেগুলো কি দেখাতে হবে?’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওলামা দলের আহবায়ক মাওলানা শাহ্ মো. নেসারুল হক, সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী সেলিম রেজা, মাওলানা শাহ্ মুহাম্মাদ মাসুম বিল্লাহ্ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন