বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধ মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

October 15, 2022 | 5:00 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢামেক হাসপাতালে মানবতাবিরোধী অপরাধের (যুদ্ধাপরাধী) দায়ে সাজাপ্রাপ্ত কারাবন্দি সালেক মিয়া ওরফে মিয়ার (৮৩) মৃত্যু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

মৃত সালেক মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার জিয়নদা গ্রামের মৃত আব্দুল সাত্তার ওরফে আবু সাত্তারের ছেলে। তার কয়েদি নম্বর- ৭৭১৭/এ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, এর আগে অসুস্থ অবস্থায় গত ১২ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারা কর্তিপক্ষের নির্দেশে কারারক্ষিরা তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে।

বিজ্ঞাপন

কারাসূত্রে জানা গেছে, গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ আইনে তার আমৃত্যু কারাদণ্ড ও ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়। বন্দি অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে কয়েক বার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সারাবাংলা/এসএসআর/ইআ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন