বিজ্ঞাপন

‘৮০০ মনোনয়ন দিয়ে ১৬০ কোটি টাকা হাতিয়েছিল তারেক’

October 21, 2022 | 11:38 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো : বিএনপির সভা-সমাবেশ প্রসঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘বিরিয়ানি খাইয়ে লোক জড়ো করে নির্বাচনে জেতা যায় না।’

বিজ্ঞাপন

শুত্রুবার (২১ অক্টোবর) বিকেলে নগর স্বেচ্ছাসবেক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপমন্ত্রী একথা বলেন। নগরীর আগ্রাবাদে একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী নওফেল বলেন, ‘বিএনপি অপপ্রচার চালিয়ে, গুজব রটিয়ে মানুষকে রাস্তায় নামানোর চেষ্টা করছে। এসব গুজব-অপপ্রচারে বিভ্রান্ত হয়ে মানুষ রাস্তায় নামবে না। ২০১৮ সালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নিজেরা রাস্তায় নেমে মাঝপথে পালিয়ে গিয়েছিল। এখন ২০২৪ সালের নির্বাচন নিয়ে তারা ষড়যন্ত্র করছে।’

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘বিরিয়ানি খাইয়ে পলোগ্রাউন্ডে, নাসিমন ভবনের সামনে লোক জড়ো করে নির্বাচনে জেতা যায় না। নির্বাচন জিততে হলে মানুষের পাশে থাকতে হবে। বোমা মেরে মানুষ পুড়িয়ে নির্বাচনে জেতা যায় না।’

বিজ্ঞাপন

নওফেল আরও বলেন, ‘এদেশে ভোট চুরির দিন শেষ। এখন ইভিএমে ভোট হবে।’

২০১৮ সালের নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে ৮০০ জনকে মনোনয়ন দিয়ে তারেক রহমান ১৬০ কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন বলে তথ্য দেন নওফেল।

এ ছাড়া নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক লীগের ইতিহাস জেনে রাজনীতি করার পরামর্শ দেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বিজ্ঞাপন

নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথে’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আজিজুর রহমান আজিজেরর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সংগঠনটির নগরের সহ সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু, মহসিন মোরশেদ টিপু, আশরাফ উদ্দিন শাহীন, মনির উদ্দিন মনি, রুমেল বড়ুয়া রাহুল, রনি মির্জা, খোরশেদ আলম মানিক, নাছির উদ্দিন, নন্দিতা দাশ।

সারাবাংলা/আরডি/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন