বিজ্ঞাপন

চট্টগ্রামে ২৫ ফুট উঁচু বুদ্ধমূর্তির অভিষেক

October 30, 2022 | 10:23 pm

সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় ২৫ ফুট উঁচু নান্দনিক বুদ্ধমূর্তির অভিষেক হয়েছে।

বিজ্ঞাপন

গত শুক্রবার (২৮ অক্টোবর) উপজেলার কর্ত্তালা-বেলখাইন সদ্ধর্মালংকার বিহারে বুদ্ধমুর্তির দ্বার উম্মোচন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার। একইসঙ্গে অনুষ্ঠিত কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।

হুইপ সামশুল হক চৌধুরী বলেন, ‘বর্তমান সরকারের আমলে প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ বলয়ে পূর্ণ স্বাধীনতায় ধর্মীয় রীতিনীতি পালন করছে। প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার সমভাবে বরাদ্দ দিচ্ছে।’

বিজ্ঞাপন

পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, ‘গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন-নিজের মুক্তি নিজের কাছে। আমাদের সকলের হৃদয়ে বুদ্ধ আছেন। নিজের অন্তরে বুদ্ধকে খুঁজে পেলেই শান্তির পৃথিবী হবে।’

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক জয়া মল্লিক এবং কর্ত্তালা-বেলখাইন সদ্ধর্মালংকার বিহারের দাতা থাপা বড়ুয়া ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনইউ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন