বিজ্ঞাপন

প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

November 9, 2022 | 1:33 pm

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। অন্যদিকে অনেকটা ভাগ্যের সহায়তাতেই সেমিতে উঠে আসে পাকিস্তান। তবে নিজেদের দিনে ভয়ংকর হয়ে উঠতে পারে পাকিস্তান। বিশ্বকাপের শুরুটা অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে। তবে এরপরেই বৃষ্টির কারণে আফগানিস্তানের বিপক্ষে মাঠেই নামতে পারেনি কিউইরা। তবে পরের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ইংল্যান্ডের কাছে আর এরপর আয়ারল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করে সেমিফাইনাল।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং নাসিম শাহ।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি এবং লুকি ফারগুসন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন