বিজ্ঞাপন

আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা দিয়ে রাখলেন রাহুল

December 12, 2022 | 10:03 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

চট্টগ্রাম থেকে: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা ২-১ ব্যবধানে হেরেছে ভারত। এবার মিশন টেস্ট সিরিজের। ওয়ানডে সিরিজটা অবশ্য আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ ছিল না। কিন্তু দুই ম্যাচের টেস্ট সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফলে গুরুত্বের হিসেবে টেস্ট সিরিজ এগিয়ে। গুরুত্বপূর্ণ সিরিজের আগে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা দিয়ে রাখলেন  ভারতের সহ-অধিনায়ক লোকেশ রাহুল।

বিজ্ঞাপন

আক্রমণাত্মক ক্রিকেটে সম্প্রতি টেস্টের ভিন্ন এক রং দেখাচ্ছে ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালাম কোচ ও বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর থেকেই আক্রমণাত্মক টেস্ট খেলছে ইংল্যান্ড। তাতে বাড়তি ঝুঁকি অবশ্য থাকছে তবে দারুণ ফলও পাচ্ছেন ইংলিশরা। আক্রমণাত্মক ক্রিকেট খেলে নিজেদের মাটিতে একের পর এক টেস্ট জিতে পাকিস্তানে এসেও সিরিজ জিতল বেন স্টোকসের দল।

প্রসঙ্গটা উঠল লোকেশ রাহুলের সামনে। ভারতও কি তেমন আক্রমণাত্মক ক্রিকেট খেলবে? ভারতের সহ-অধিনায়ক বললেন প্রতিটি দলের ‘অ্যাপ্রোচ’ আলাদা। তবে অন্যদের অনুসরণ করা নয়, নিজেদের মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলে জিততে চাইবে ভারত।

বাংলাদেশের বিপক্ষে কেমন ক্রিকেট খেলবে ভারত, এই প্রশ্নে রাহুল বলেন, ‘আমরা আগে থেকেই নির্দিষ্ট কোনো মানসিকতা নিয়ে নামব না। হ্যাঁ, কোনো ভেন্যুর রেকর্ড ইতিহাস থেকে আপনি কিছু পয়েন্ট নোট করবেন। তবে দুই দলই কীভাবে খেলছে, সেটি গুরুত্বপূর্ণ। আমরা সাহসী, আগ্রাসী হয়ে ফল আনার চেষ্টা করব।’

বিজ্ঞাপন

রাহুল বলেন, ‘এরপরই একটা আশাও দিলেন, ‘তবে খেলা তো পাঁচ দিনের। সেটিকে ক্ষুদ্র ক্ষুদ্র লক্ষ্যে ভাগ করে সেগুলো অর্জনের চেষ্টা করতে হবে। প্রতিটি সেশনে দলের চাহিদা ভিন্ন থাকবে, সেগুলো পূরণে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তবে এটা নিশ্চিত থাকতে পারেন, আপনারা আমাদের দলের কাছ থেকে অনেক আগ্রাসী ক্রিকেট দেখবেন।’

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে পূর্ণ পয়েন্ট তুলে নিতে চায় ভারত। গতবার টেস্ট চ্যাম্পিয়নিশিপের ফাইনাল খেলা দলটি এই মুহূর্তে পয়েন্ট টেবিলের চার নম্বরে। বাংলাদেশের বিপক্ষে পূর্ণ পয়েন্ট তুলে নিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্য ভারতের।

লোকেশ রাহুল বলছিলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ উতরে যাওয়ার ব্যাপার আছে আমাদের। আমাদেরও আগ্রাসী হতে হবে। আমরা জানি, আমাদের অবস্থান কোথায়, ফাইনালে যেতে কী করতে হবে। যেমনটি বললাম, নির্দিষ্ট দিনে সবকিছু বিবেচনা করব। এটা টেস্ট ক্রিকেট—প্রতিটি দিন, প্রতিটি সেশনে দলের চাহিদা বিবেচনা করতে হবে। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে উপভোগ করতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন