বিজ্ঞাপন

সাকিব ঝড়ে বরিশালের বিশাল স্কোর

January 7, 2023 | 8:30 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

নবম বিপিএলের দ্বিতীয় দিনে দেখা মিলল সাকিব ঝড়। ধারণা করা হচ্ছিল ফরচুন বরিশালকে এবার নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান। কিন্তু আজ জানা যায়, সাকিব নয় বরিশালকে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ। নির্ভার থাকতেই হয়তো সাকিবের অধিনায়কত্ব না করার সিদ্ধান্ত! ব্যাট হাতে আজ সাকিবকে নির্ভার দেখাও গেল। দুইশর বেশি স্ট্রাইক রেটে দুর্দান্ত এক ফিফটি করেছেন তিনি। সাকিব ঝড়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আগে ব্যাটিং করে ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে বরিশাল।

বিজ্ঞাপন

আগে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার এনামুল হক বিজয় ও চতুরাঙ্গা ডি সিলভা শুরুতেই দ্রুত রানে তুলতে চেয়েছেন। পরে মাঝের ওভারগুলোতে সিলেটের বোলারদের স্রেফ কচুকাটা করেছেন সাকিব।

শনিবার (৭ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই ঝড় তুলতে চেয়েছে বরিশাল। মাশরাফি বিন মুর্তজার প্রথম ওভার থেকে ১৫ রান তুলে নেন বরিশালের দুই ওপেনার। পাওয়ার প্লের ছয় ওভারে ৫৪ রান তুলেছেন দুজন।

দলীয় ৭৩  রানের মাথায় মাশরাফি বিন মুর্তজার বলে সীমানায় ক্যাচ দেন ২১ বলে ২৯ রান করা এনামুল হক বিজয়। চতুরঙ্গা ফিরেছেন ২৫ বলে ৬টি ১টি ছয়ে ৩৬ রান করে। তারপর সাকিব ঝড়।

বিজ্ঞাপন

প্রথম ৪ বলে ১ রান নেওয়া সাকিব দশম ওভারে কলিন অ্যাকারম্যানকে দুই ছক্কা মেরে ঝড় শুরু করেন। তারপর পেস, স্পিন দুই বোলারদেরই রীতিমতো নাচিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। অবশ্য এতে সিলেটের ফিল্ডারদের দায়ও আছে। সাকিবের দুটি সহজ ক্যাচ ছেড়েছে তারা।

সাকিব ঝড় শেষ পর্যন্ত থেমেছে একদম ইনিংসের শেষ ওভারে গিয়ে। ফেরার আগে ৬৭ রান করেছেন মাত্র ৩২ বল খেলে। চার মেরেছেন ৭টি, ছক্কা ৪টি। বরিশালে বড় স্কোরে অবদান রেখেছেন মাহমুদউল্লাহ, করিম জানাতরাও। মাহমুদউল্লাহ পাঁচে নেমে ১২ বলে ১৯ রান করেছেন। করিম জানাত ১২ বলে ১৭ রান করেছেন। ২০ ওভারে ৭ উইকেটে ১৯৪ রানে থেমেছে বরিশাল।

সিলেটের হয়ে মাশরাফি বিন মুর্তজা তিন উইকেট নিলেও চার ওভারে খরচ করেছেন ৪৮ রান। একটি করে উইকেট নিয়েছেন থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম ও রেজাউর রহমান রাজা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন