বিজ্ঞাপন

জেএসসি-জেডিসি পরীক্ষা বাদের প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন

January 16, 2023 | 5:07 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী বছর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ও জুনিয়র দাখিল (জেডিসি) পরীক্ষা থাকছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত প্রস্তাবে সানুগ্রহ অনুমোদন দিয়েছেন বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব আক্তার উননেছা শিউলী ওই সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ- সচিব আক্তার উননেছা শিউলী সারাবাংলাকে বলেন, জাতীয় শিক্ষাক্রম রুপরেখা- ২০২১ এ জেএসসি ও জেডিসি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি। তাই এ দুটি পাবলিক পরীক্ষা বাদ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। সে আবেদনে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/জেআর/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন