বিজ্ঞাপন

বৈমানিক আসিম জাওয়াদের স্মরণে এক মিনিট নীরবতা

May 10, 2024 | 6:39 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

গতকাল বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বৈমানিক স্কোয়াড্রেন লিডার আসিম জাওয়াদ নিহত হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলীতে বিধ্বস্ত হয় বিমানটি। আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে বৈমানিক আসিম জাওয়াদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

ম্যাচ শুরুর আগে মাঠে দাঁড়িয়ে নীরবতা পালন করেন বাংলাদেশ, জিম্বাবুয়ের ক্রিকেটাররা। এসময় গ্যালারীতে উপস্থিত দর্শকসহ স্টেডিয়ামে উপস্থিত সকলেই দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি আগেই জানিয়েছিল বিসিবি। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, ‘গতকাল চট্টগ্রামে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের সম্মানে মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবে বিসিবি।’

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর রাশিয়ান প্রশিক্ষণ বিমান ওয়াইএকে-১৩০ কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হয়। এ সময় বিমানটির পেছনে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। সেটি পতেঙ্গা বোট ক্লাবের কাছে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের বিপরীতে এইচ এম স্টিল মিলের সামনে পড়ে নদীতে তলিয়ে যায়। বিমানটিতে দুইজন পাইলট ছিলেন, উইং কমান্ডার সোহান ও স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা সারাবাংলাকে বলেন, বিধ্বস্ত হওয়ার সময় বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাসুট দিয়ে নেমে যেতে সক্ষম হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর বিষয় আমরা নিশ্চিত হয়েছি।

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন