বিজ্ঞাপন

পোশাকে বৈশাখী ঈদ

April 20, 2023 | 3:17 pm

নাইস নূর

ঈদের আনন্দকে রঙিন করে পোশাক। তাইতো ঈদের আগে চলে কেনাকাটার ধুম। বৈশাখ আর ঈদ কাছাকাছি হওয়াতে বাঙালীর এবার খুশির মাত্রা ভিন্নরকম। তাই দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোর ডিজাইনাররা দুটো উৎসবকে চিন্তা করেই এবার পোশাক ডিজাইন করেছেন।

বিজ্ঞাপন

বিভিন্ন উৎসবে দেশের অগণিত নারীদের পছন্দ বিশ্বরঙের পোশাক। বিশ্বরঙের কর্ণধার ও ডিজাইনার বিপ্লব সাহা বলেন, ‘প্রথমে ঋতু, পরে পরিবার এই দুই-ই চিন্তা করে আমরা সাধারণত পোশাক ডিজাইন করি।’ প্রতিবারের মতো এবারও বিশ্বরঙে ঈদে নিয়ে এসেছে সব বয়সীদের জন্য আকর্ষণীয় পোশাক। উজ্জ্বল ঝলমলে পোশাকই আগে বিশ্বরঙে বেশি গুরুত্ব পেত। এখন সেই উজ্জ্বল রঙের হালকা টিউনগুলো পোশাকে দেখা যাচ্ছে।

মেয়েরা এখন সিঙ্গেল কামিজে ঝুঁকছে বেশি। এ বিষয়ে বিপ্লব সাহা বলেন, ‘সবার বাসায় নানা ধরণের সালোয়ার ও ওড়না থাকে। একটা কামিজ কিনলে অনেকেই ম্যাচিং করে সহজে পরে নিতে পারেন। সেইসব মেয়েদের কথা ভেবে আমরা বাজেট ফ্রেন্ডলি সিঙ্গেল কামিজ আমরা এবার রেখেছি।’

বিজ্ঞাপন

যেহেতু প্রকৃতি এখন উত্তপ্ত। তাই গরম আবহাওয়ায় ঈদের পোশাক কেমন হবে এটা ভেবেই বিশ্বরঙ সুতি, ধুপিয়ান সিল্ক, তসর সিল্ক, লিলেন, কাতান, জ্যাকার্ড কাপড় ব্যবহার করেছে। কাজের মাধ্যম হিসাবে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক, ডিজিটাল প্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, কম্পিউটার এমব্রয়ডারি, হ্যান্ড এমড্রয়ডারি, কারচুপি, নকশী কাঁথা জারদৌসিসহ মিশ্র মাধ্যমের নিজস্বতা।

ঈদের পোশাক কেনার বাজেট সবাই আলাদা করে রাখে। সবধরণের ক্রেতাদের সুবিধার কথা ভেবে বিশ্বরঙ এবার তাদের পোশাকের দরদাম করেছে। সিঙ্গেল কামিজের দাম পড়বে ১৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে। অন্যান্য সেলোয়ার কামিজ ১৫০০ থেকে ৭০০০ টাকার মধ্যে পাওয়া যাবে। তাঁতিদের নিজ হাতে তৈরী শাড়ি ছাড়াও ডিজাইন বুঝে ১৪০০ থেকে ৪০০০০ হাজারের মধ্যে ক্রেতারা বিভিন্ন রঙের বিভিন্ন ধাঁচের শাড়ি কিনতে পারবেন। যে শাড়িগুলো বৈশাখ কিংবা ঈদে আরাম করেই পরা যাবে। তাই ঈদের দিন সকালে কিংবা রাতে আরামদায়ক পোশাক পরার জন্য বিশ্বরঙ থেকে কেনাকাটা করতে পারবেন। আবার রাতের পার্টির জন্য আবহাওয়ার সাথে মানিয়ে বিশ্বরঙ থেকে পোশাক পাওয়া যাবে।

বিজ্ঞাপন

বিশ্বরঙ ব্র্যান্ডটির দুটে কো-ব্র্যান্ড ‘রঙ’ এবং ‘শ্রদ্ধা’ রয়েছে। ব্র্যান্ড দুটি বরাবরের মতো এবারও রুচিশীল পোশাক তরুণ ও বয়োজেষ্ঠ্যদের জন্য এনেছে।

‘শ্রদ্ধায়’ পাওয়া যাবে পাঞ্জাবী, ফতুয়া, শাল, উত্তরীয়সহ ও নানা ধরনের পোশাক। পাঞ্জাবী ১০০০ থেকে শুরু করে ১০০০০ টাকার মধ্যে পাওয়া যাবে। সেলোয়ার কামিজ কিংবা শাড়ির সঙ্গে ম্যাচিং করে গয়না না পরলে কী চলে। কারণ গয়নায় বাঙালিয়ানা ধরা পড়ে। বিশ্বরঙের গয়নাও অনেক জনপ্রিয়। সোনা, রুপা, হীরা ছাড়াও নারীরা এখন কাপড়ের গয়না, মাটি, কাটের গয়না নিয়মিত পরছে। বিশ্বরঙে মিলবে নানা নকশার বাহারি গয়না। যা বৈশাখ কিংবা ঈদে গয়নাগুলো সব পরিবেশে মানিয়ে পোশাকের সঙ্গে অনায়াসেই পরা যাবে।

ঈদ উৎসবকে কেন্দ্র করে আরেকটি জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লা রিভ এনেছে নারী, পুরুষ, শিশু, মা-মেয়ে, বাবা-ছেলে, টিন-এজারদের কালেকশনের পাশাপাশি ব্র্যান্ড এক্সক্লুসিভ নার্গিসাসের কালেকশন। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেস, ‘প্রতিটি ফ্যাশন-সিজনে আমরা নতুন নতুন থিম নিয়ে কাজ করি। এই ঈদের কালেকশন থিমের নাম রিলিজ। একটি দীর্ঘ অতিমারি শেষে আমরা মন খুলে উৎসব করতে পারছি । উৎকন্ঠা সরিয়ে আমাদের মনে স্বস্তি বা ইনার পিস ফিরে এসেছে। এই ইতিবাচকতা, প্রশান্তি, আর উৎসব ফিরে পাওয়ার খুশি প্রকাশ করে যেসব রঙ, তাই এই কালেকশনের কালার প্যালেটের জন্য বাছাই করা হয়েছে।’

বিজ্ঞাপন

লা রিভের পোশাকে উজ্জল কমলা বা জুসি অরেঞ্জ, উজ্জল সবুজ, আকাশি ও গাড় নীল, লাল, বাদামী, কমলা, হলুদ, কালো, মেরুন, অলিভ গ্রিন, পার্পল, টিল, অনিয়ন ও ব্লাশ পিংক ও প্যাস্টেল শেড দেখা যাবে এবার।

কাপড়ের ক্ষেত্রেও ঈদের খুশির আমেজকে গুরুত্ব দিয়েছে লা রিভ। সিল্ক, হাফসিল্ক, মসলিন, অরগাঞ্জা, ক্রেপ, সাটিন, জ্যাকার্ড, মার্সেরাইজড কটন, ভিসকোস ও ইন্ডি ও প্রিমিয়াম কোয়ালিটি কটন দিয়ে বোনা হয়েছে ঈদ ২০২৩ কালেকশন।

বেশ কয়েকটি থিম ও প্রিন্ট স্টোরিতে ঈদের পোশাকের স্টাইলগুলো সাজানো হয়েছে। ভারি কারচুপি, এম্ব্রয়ডারি ও হাতের কাজ করা স্টাইলগুলি সংকলিত হয়েছে ক্রাফটেড কিচ শিরোনামের থিমে। উজ্জল রঙের পেইন্টারলি গ্রাফিক্স, লতাপাতা-ফুলের স্ক্রল, ক্রস-স্টিচ ইত্যাদির প্রিন্টগুলোকে স্ক্রলিং গ্রাফিক স্টোরিতে সাজানো হয়েছে। অ্যানিমেল প্রিন্ট ও জিওমেট্রিক স্পটপ্রিন্ট দেখা যাবে স্পেকল ব্লাস্ট প্রিন্টস্টোরিতে। উজ্জল রঙের ডাই ইফেক্ট দিয়ে সাজানো হয়েছে পিগমেন্ট ও অম্ব্রে ক্রাশ, সাথে থাকছে মেলো ও বোল্ড কালার ব্লকের কম্বিনেশন। আরো থাকছে পপস্টাইলে আঁকা ফুল দিয়ে সাজানো ফ্লোরাল পপ প্রিন্ট, চেক ও স্কয়ার বক্স প্রিন্ট, চাইল্ড-লাইক চার্ম ও পজেটিভ মেসেজিং এর মত আকর্ষনীয় প্রিন্ট স্টোরিগুলো।

নারীদের সবচেয়ে বড় আকর্ষণ শাড়ি। জরি-কাতান, কাসাভু-কোটা, প্রিন্টেড হাফসিল্ক ও মসলিন দিয়ে ঈদের জন্য অসাধারণ একটি শাড়ির কালেকশন তৈরি করেছে লা রিভ। আরো থাকছে সালোয়ার কামিজ সেট, সিঙ্গেল কামিজ, লং ও মিডি টিউনিক, গাউন, টপস, শার্ট, ও আবায়া সেট। বটমস কালেকশনে থাকছে ম্যাচিং পালাজ্জো, কুলোটস প্যান্টস, লেগিংস, স্কার্ট ও প্যান্টস স্টাইলস। লা রিভের এক্সক্লুসিভ কালেকশন নার্গিসাসে অভিজাত এবং মন-মুগ্ধকর সব ডিজাইন যোগ হয়েছে। এবারের নার্গিসাস কালেকশনের মূল ফিচার শিয়ার-লেয়ারিং।

স্কার্ট-কামিজ সেট থেকে শুরু করে শারারা-কামিজ সেট, ফোর-পিস সালোয়ার কামিজ স্যুট, শ্রাগ-স্টাইল ডিজাইন, লং টিউনিক, শ্রাগ, শার্ট, রেট্রো-র‌্যাফল গাউন ও আঙরাখা প্যাটার্ন পিস, সবকিছুরই সবচেয়ে অভিজাত ডিজাইন যোগ হয়েছে এই কালেকশনটি।

পুরুষের ঈদ কালেকশনে থাকছে রুচিশীল কাজ করা ফিটেড, সেমি ফিট ও রেগুলার ফিট পাঞ্জাবি, ফর্মাল ও ক্যাজুয়াল শার্ট, কাবলি সেট, কমফোর্ট শার্ট, পোলো শার্ট ও টি-শার্ট। বটমস কালেকশনে নানা ফিটের প্যান্ট পাজামা, ডেনিম ও চিনোস প্যান্টস, এবং লুঙ্গি ডিজাইন করা হয়েছে। সব বয়সের পুরুষের জন্য ম্যাচিং টুপিরও দারুণ একটি কালেকশন সাজিয়েছে লা রিভ।

শিশুদের ঈদের আনন্দ সম্পূর্ণ করতে সব ধরনের পোশাক থাকছে লা রিভের এই ঈদ কালেকশনে। বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং ঈদ পোশাক পাওয়া যাবে মিনি-মি কালেকশনে। মেয়ে শিশুদের জন্য টিউনিক, ফ্রক, ওভেন সেট, সালোয়ার কামিজ, ঘাগরা চোলি সেট ও কমফোর্ট লেগিংস ডিজাইন করা হয়েছে এবার। ছেলেশিশুদের জন্য পাঞ্জাবি, পোলো ও টিশার্ট, ক্যাজুয়াল শার্ট এবং প্যান্টস ও পাজামা ডিজাইন করা হয়েছে। নবজাতকদের জন্যেও থাকছে ঈদের বিশেষ আয়োজন।

লা রিভ হোমডেকোর ও অ্যাক্সেসরিজ বিভাগে ঈদ উপলক্ষ্যে আর্কষনীয় ডিজাইনের পন্যসামগ্রী যোগ করা হয়েছে। হোম ডেকোর বিভাগে বেড কভার, পর্দা, ফ্লাওয়ার ভাস, ফটোফ্রেম, ক্যান্ডেল, ও ফ্লোর রাগ। অ্যাক্সেসরিজ বিভাগে থাকবে হিলস, স্লিপারস, স্যান্ডেল, শুজ, ম্যাচিং হ্যান্ডব্যাগ, বেল্ট, ওয়ালেট, হেয়ার অ্যাক্সেসরিজ ইত্যাদি।

লা রিভেও এবার পাওয়া যাবে উজ্জ্বল রঙের পোশাক। তাই বৈশাখ কিংবা ঈদে নিজেকে সুন্দর করে সাজাতে এখনোই বেরিয়ে পরুন কেনাকাটায়। বর্ণিল পোশাকে হোক এবার বৈশাখী ঈদ।

সারাবাংলা/এসবিডিই

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন