বিজ্ঞাপন

‘সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ’

April 29, 2023 | 5:27 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিলেট: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। নির্বাচনের আগে যারাই সহিংসতা সৃষ্টির চেষ্টা করবে তাদের দমন করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে সিলেট জেলা পুলিশ লাইন্সে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘নির্বাচন কমিশন নির্দেশিত দায়িত্ব পুলিশ যথাযথভাবে পালনে প্রস্তুত রয়েছে। সিটি নির্বাচনসহ সব ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদা প্রস্তুত।’

আইজিপি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন। তার নির্দেশে সকল জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ সচেষ্ট রয়েছে।’

বিজ্ঞাপন

গুজব নিরসনে পুলিশ কাজ করছে উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে কেউ গুজব রটানোর অপচেষ্টা করলে তাদের শক্ত হাতে দমন করা হবে।’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে আইজিপি বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন্সে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুপুর ১২টায় সিলেট বিভাগের সব থানার ওসি’র সঙ্গে মতবিনিময় করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন