বিজ্ঞাপন

৪ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা শাহ্জাদা মিয়া

May 6, 2024 | 7:04 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগের চার মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিএনপি নেতা মো. জহিরুল হক শাহ্জাদা মিয়া। এ সময়ের মধ্যে আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ মে) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী।

পরে ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ঢাকা বিভাগীয় কমিশনারের অফিস ভাঙচুরের অভিযোগে করা চার মামলায় হাইকোর্ট বেঞ্চে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল হক শাহজাদা মিয়া হাজির হয়ে আগাম জামিন আবেদন করলে আদালত আগামী আট সপ্তাহের জন্য তার জামিন মঞ্জুর করেন। এ সময়ের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন