বিজ্ঞাপন

লিফট ও এক্সেলেটরের দাম বাড়বে

June 1, 2023 | 6:50 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে লিফট ও এক্সেলেটরের দাম বাড়বে। নতুন অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শিরোনামে উত্থাপিত বাজেটে এমন প্রস্তাব রাখা হয়েছে।

প্রস্তাবনায় বলা হয়েছে, বর্তমানে কিছু দেশীয় শিল্প প্রতিষ্ঠান লিফ্‌ট উৎপাদন শুরু করেছে। কিন্তু সম্পূর্ণ অবস্থায় আমদানিকৃত লিফট অ্যান্ড স্কিপ হোইসটস আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক বিদ্যমান রয়েছে। দেশে ভারী শিল্পের প্রসারের স্বার্থে এই পণ্যটি আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক বৃদ্ধি করে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি। এছাড়াও কাঁচামাল সংক্রান্ত উক্ত রেয়াতি প্রজ্ঞাপনটির মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, এক্সেলটর পণ্যটি মূলধনী যন্ত্রপাতি নয় বিধায় এর আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ১ থেকে হতে বৃদ্ধি করে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি। একইসঙ্গে পণ্যটি মূলধনী যন্ত্রপাতি আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বাদ দেওয়ার প্রস্তাব করছি। এর ফলে দেশে লিফট ও এক্সেলটরের দাম বাড়বে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন