বিজ্ঞাপন

মামলার সাড়ে ৭ বছর পর পলাতক ‘যুদ্ধাপরাধী’ গ্রেফতার

June 23, 2023 | 2:13 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

জামালপুর: সাড়ে ৭ বছর পালিয়ে থাকার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতার হওয়া আসামি হলো- মো. বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেন ওরফে বিল্লাল উদ্দিন (৮০)। তিনি জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের চাঁনপুর হরিনাকান্দা গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে।

গতকাল বৃহস্পতিবার সকালে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ জানান, ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার বীর মুক্তিযোদ্ধা গোলাপ আলী ২০১৫ সালের ১ এপ্রিল মুক্তাগাছা থানায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। একইবছর ৯ ডিসেম্বর আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলে ৫ জন গ্রেফতার হয়। এই মামলার দুই আসামি মারা গেছেন।

বিজ্ঞাপন

পলাতক দুইজনের মধ্যে অন্যতম আসামি মো. বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেনফে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্যাতন মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার জানান, মামলা দায়েরের পর থেকেই বেলায়েত হোসেন আত্মগোপনে ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন