বিজ্ঞাপন

দু’দিনে ঢাকায় ৪০ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ

July 1, 2023 | 10:40 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানী ঢাকায় দুই সিটি করপোরেশন মিলিয়ে দুই দিনে ৪০ হাজার মেট্রিক টনের বেশি কোরবানির বর্জ্য অপসারণ করেছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ২২ হাজার ৩৮৭ মেট্রিক টন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ১৮ হাজার ৮৫২.৬৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে।

বিজ্ঞাপন

শনিবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানিয়েছে দুই সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, শনিবার ঈদের ৩য় দিন বিকেল ৫টা পর্যন্ত ৪ হাজার ৬০৬টি ট্রিপে ২২ হাজার ৩৮৭ মেট্রিক টন বর্জ্য আমিন বাজার ল্যান্ডফিলে অপসারণ করেছে ডিএনসিসি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, শনিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৪ হাজার ৩১০টি ট্রিপে ১৮ হাজার ৮৫২.৬৫ মেট্রিক টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে অপসারণ করেছে ডিএসসিসি।

বিজ্ঞাপন

এর আগে, ঈদের দিন (২৯ জুন) আট ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দেয় ডিএনসিসি। ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত সাড়ে ৯টায় অর্থাৎ, আট ঘণ্টারও কম সময়ে সব ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ শেষ হয়েছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, চব্বিশ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়ে দিনের দিন অর্ধেকেরও কম সময়ে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণের দাবি করেছে ডিএসসিসি। তারা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টা হতে শুরু হয়ে রাত দেড়টা পর্যন্ত সাড়ে ১১ ঘণ্টায় প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন