বিজ্ঞাপন

‘৪৩ শতাংশ বহুতল ভবনে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে’

July 10, 2023 | 6:43 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ৪৩ শতাংশ বহুতল ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। তাই সচেতনতার বিকল্প নেই। মশক নিয়ন্ত্রণে ওষুধ ছিটানোর দায় সিটি করপোরেশনের। সেবা দিবে স্বাস্থ্য অধিদফতর। প্রয়োজনে ডিএনসিসির করোনা ডেডিকেটেড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (১০জুলাই) ‘ডিএমসি ডে’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘মুগদা হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড করা হয়েছে। কারণ মুগদা এলাকায় ডেঙ্গুর প্রভাব বেশি। এছাড়া ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দীসহ প্রায় সবকটি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজে প্রায় ১২শ’ শিক্ষার্থী পড়ালেখা করেন। এদের মধ্যে বিদেশিরাও রয়েছেন। প্রতিদিন পাঁচ হাজার রোগী চিকিৎসা নেন। ২৬শ’ বেডের হাসপাতালে ভর্তি থাকেন ৪ হাজার রোগী। এজন্য আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ ও ঘাটতি রয়েছে। আমরা তা থেকে উত্তরনের চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী, হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন