বিজ্ঞাপন

নৌকার প্রচারণায় গিয়ে বহিষ্কার ২ যুবদল নেতা

July 24, 2023 | 11:06 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় দুই নেতাকে বহিষ্কার করেছে যুবদল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- লালখান বাজার ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহেদুল করিম ও সদস্য লোকমান হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণাসহ দলীয় শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে যুবদলের দুই নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ সারাবাংলাকে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারে প্রকাশ্যে অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। এটা স্পষ্টত দলের শৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান। এর প্রেক্ষিতে তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।’

উল্লেখ্য, ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনে ভোটগ্রহণ হবে। এ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে আছেন নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন