বিজ্ঞাপন

এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়: সাদা দল

August 10, 2023 | 6:22 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: ‘বিগত দুইটি নির্বাচন প্রমাণ করে এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় নির্বাচন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে।’

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

‘অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে’ এ মানববন্ধনের আয়োজন করে সাদা দল।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘এদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। আপনারা পদত্যাগ করুন, জনগণ তাদের ভোটাধিকারের মধ্য দিয়ে তাদের সরকারকে নির্বাচিত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও জনগণের অধিকার আদায়ে শামিল হবে।’

লুৎফর রহমান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শান্তিপূর্ণ আন্দোলনে আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়কে পিটিয়ে অগণতান্ত্রিক আচরণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা সরকারের পক্ষে যারা কাজ করছে তাদের অগণতান্ত্রিক আচরণে সকল দলমতের শিক্ষার্থীরা বিচরণ কর‍তে পারছে না। সাধারণ শিক্ষার্থীরা তাদের থেকে মুক্ত নয়। বিগত দুইটি নির্বাচন প্রমাণ করে এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়।’

সাগর-রুনি হত্যা মামলার চার্জশিট দাখিল হলে সরকারের মুখোশ উন্মোচিত হবে বলে দাবি করেন সাদা দলের এই শিক্ষক নেতা।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সাগর রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১০০ বার পিছিয়েছে তবুও তাদের এই চার্জশিট আদালতে দাখিল হয়নি। এই চার্জশিট দাখিল হলে সরকারদলীয়দের মুখোশ উন্মোচন হবে বলেই এর বিচার সম্পন্ন হচ্ছে না।’

সম্প্রতি আদালত প্রদত্ত তারেক রহমানের মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘মাত্র ১৬ কার্যদিবসের মধ্যে তাড়াহুড়ো করে ৪৩ জনের সাক্ষী নিয়ে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। আমরা কোনো কোর্টের ওপর আস্থা রাখতে চাই না। অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় নির্বাচন দিতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাবলে নিজের নামে থাকা মামলা চাপিয়ে রেখেছেন উল্লেখ করে সাদা দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল হক বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর নামেও মামলা রয়েছে। নিজ ক্ষমতাবলে তিনি সেটি চাপিয়ে রেখেছেন। এসব মামলা সবার নামেই হয়ে থাকে। কিন্তু তারেক রহমানকে এমন একটা মামলার জন্য ৯ বছরের সাজা দেওয়া হয়েছে যা অত্যন্ত অমানবিক।’

তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো তাদের রাস্তা পরিষ্কার করা। এজন্যই সাবেক প্রধানমন্ত্রীকে শাস্তির সম্মুখীন করা হয়েছে, এমনকি আপিল বিভাগে আবেদন করার পর সেই সাজা আরও বৃদ্ধি পেয়েছে। আবার তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছেন যা অত্যন্ত লজ্জাজনক।’

বিজ্ঞাপন

মানববন্ধনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফার্মাসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আবদুর রশিদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. রুহুল আমিন, ব্যবসায় শিক্ষা অনুষদ সাদা দলের আহবায়ক ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক শহিদুল ইসলাম জাহিদসহ অনেকে।

সারাবাংলা/আরআইআর/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন