বিজ্ঞাপন

চবি ক্যাম্পাস থেকে অজগর উদ্ধার

September 6, 2023 | 5:05 pm

চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বার্মিজ পাইথন জাতীয় ১১ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ সংলগ্ন হিল বটম কলোনির পাশ থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে অজগরটি পাশের জঙ্গলে জনমানবহীন স্থানে অবমুক্ত করা হয়।

অজগর সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী এবং ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম

শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘এটা একটি বার্মিজ পাইথন প্রজাতির সাপ।

বিজ্ঞাপন

অজগর সাপটি লম্বায় ১১ ফুট ও ওজন প্রায় ১৩ কেজি। সাপটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করছি। আমরা সাপটি উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দিয়েছি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অজগর সাপ ধরা পড়ার ঘটনা এটাই প্রথম নয়। বিশ্ববিদ্যালয়ে সাপ রাখার একটি কেন্দ্র আছে। গত দশ বছরে অন্তত ২০টি অজগর সাপ ধরা পড়ার কথা জানিয়েছেন চবির নিরাপত্তা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএ/এনইউ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন