বিজ্ঞাপন

পা হারানো রাসেলকে কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

May 14, 2018 | 6:19 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীতে গ্রিন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো প্রাইভেট কারের চালক রাসেল সরকারের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিটের শুনানি নিয়ে সোমবার (১৪ মে) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে গ্রিন লাইন পরিবহনসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে এ রিট আবেদন করেন। রিটের পক্ষে শুনানি করেন খন্দকার শামসুল হক রেজা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

গত ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জের ধরে গ্রিন লাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেট কারচালক রাসেলের ওপর দিয়েই বাস চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

রাসেল সরকারের বাবার নাম শফিকুল ইসলাম। গ্রামের বাড়ি গাইবান্ধার জেলার পলাশবাড়িতে। ঢাকার আদাবর এলাকার সুনিবিড় হাউজিং এলাকায় থাকেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে, গত ৩ এপ্রিল বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত হারান সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারকেও এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন আদালত।

সারাবাংলা/এজেডকে/টিআর

আরও পড়ুন-

রাসেলের ঘটনা কোনোভাবেই ‘অ্যাক্সিডেন্টালি অ্যাক্সিডেন্ট’ নয়!

বিজ্ঞাপন

গ্রিন লাইন পরিবহনের সেই চালক কারাগারে, তদন্ত প্রতিবেদন ২৯ জুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন