বিজ্ঞাপন

ইমামকে পানিতে চুবানোর কথা বলা সেই ইউএনওকে বদলি

October 23, 2023 | 1:20 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কুমিল্লা: কুমিল্লার লালমাইয়ে সরে বসতে বলায় মসজিদের ইমামকে পানিতে চুবানোর কথা বলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোরকান এলাহি অনুপমকে রাঙ্গামাটিকে বদলি করা হয়েছে। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, এটি নিয়মিত বদলির অংশ।

বিজ্ঞাপন

রোববার (২২ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামীম আলমের সই করা এক প্রজ্ঞাপনে অনুপমকে রাঙ্গামাটির বরকল উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়। শামীম আলম বলেন, এটি নিয়মিত বদলির অংশ। এর সঙ্গে অন্য কোনো ইস্যু যুক্ত নয়।

ওই একই প্রজ্ঞাপনে ফেনীর ছাগলনাইয়ার ইউএনও মৌমিতা দাশকে লালমাইয়ের ইউএনও হিসেবে যোগ দিতে বলা হয়েছে। অর্থাৎ ইউএনও হিসেবে অনুপমের জায়গায় দায়িত্ব পালন করবেন মৌমিতা। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১৩ অক্টোবর ভাটরা কাছারিবাড়ি জামে মসজিদে জুমার নামাজের আগে খুতবা শেষ হওয়ার সময় ইমামের পেছনে ছিলেন লালমাইয়ের ইউএনও অনুপম। ইকামত দেওয়ার আগে তাকে সরে যেতে বলেন ইমাম-মুয়াজ্জিন। এ ঘটনায় ইউএনও তাদের ওপর ক্ষুব্ধ হন। নামাজ শেষে ইমামকে ডেকে নিয়ে তাকে পানিতে চুবানোর কথা বলেন।

বিজ্ঞাপন

এ ঘটনার জের ধরে ইমাম-মুয়াজ্জিনকে চাকরিচ্যুত করেন ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ। দুই দিন পর সানে সাহাবা কেন্দ্রীয় মসজিদ কমিটি ও কুমিল্লা জেলা ইমাম সমিতির উপস্থিতিতে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বিষয়টির সমাধান করেন। ইমাম ও মুয়াজ্জিনকে চাকরিতে বহাল করা হয়। ওই দিন ইউএনও নিজেও ইমামের কাছে দুঃখপ্রকাশ করেন।

সারাবাংলা/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহততাহলে ব্যাংকে কি মাস্তান-মাফিয়ারা ঢুকবে?— কাদেরকে রিজভীর প্রশ্নরাখাইনে রোহিঙ্গাদের গ্রহনযোগ্যতা ও আরাকান আর্মিব্যাটারিচালিত যানবাহন বন্ধের ঘোষণায় সিপিবি’র ক্ষোভভিয়েতনাম মুক্তিসংগ্রামের অবিসংবাদিত কিংবদন্তি হো চি মিনমেট্রোরেলে ভ্যাট যাত্রীর ওপর চাপবে, পুনর্বিবেচনার অনুরোধ‘বৈষম্যমূলক’ পেনশন ব্যবস্থা প্রত্যাহারের দাবি বুয়েট শিক্ষকদের‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধবিজয়ীদের ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার’ দিলেন প্রধানমন্ত্রী সব খবর...
বিজ্ঞাপন